
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের হিমাগারে আলু রাখার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় আলু ফেলে অবরোধ কর্মসূচি পালন করে আলু চাষী ও ব্যবসায়ীরা। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১১টার দিকে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারে এ কর্মসূচি পালন করেন জেলার বিভিন্ন উপজেলার চাষী ও ব্যবসায়ীরা। এতে প্রায় দেড় ঘন্টা বন্ধ থাকে কুড়িগ্রাম-রংপুর সড়কে যান-বাহন চলাচল। এসময় দুর্ভোগে পড়ে সড়কে চলা গাড়ির চালক, যাত্রী ও শিক্ষার্থীরা।
অবরোধকারীরা জানায়, বাজারে আলুর দাম কম থাকা সত্বেও চলতি মৌসুমে অযৌক্তিকভাবে হিমাগার ভাড়া বৃদ্ধি করেছে মালিকরা। পরে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, পুলিশ ও সেনাবাহিনীর আশ^াসে অবরোধ তুলে নেয় কৃষক ও ব্যবসায়ীরা।
তারা আরও জানান, আলুর বীজ, সার ও কীটনাশকের দাম বৃদ্ধির ফলে প্রতি কেজি আলু উৎপাদনে ব্যয় হয়েছে ২২ টাকা। বর্তমানে প্রতি কেজি আলুতে হিমাগার ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬ টাকা ৭৫ পয়সা। এবছর উৎপাদন খরচ ও হিমাগার ভাড়াসহ সবমিলে প্রতি কেজি আলুতে খরচ পড়বে ২৯ টাকা। আর বর্তমানে বাজারে আলু বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। এতে প্রতি কেজি আলুতে লোকসান গুনতে হচ্ছে ১৪ টাকা। এ অবস্থায় চরম ক্ষতির মুখে পড়ায় হিমাগারে প্রতিকেজি আলুর ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি জানান তারা।
আলু চাষী হাসু মিয়া বলেন, গত বছর যে বস্তুা ৩৫০ টাকায় হিমাগারে রাখা হয়েছিল, সেই বস্তুা এবার ৪৫০ টাকারও উপর। এমনিতে আলুর দাম কম, আরও যতি হিমাগার ভাড়া এতো বেশি দেই, কিভাবে আমরা কৃষকরা বাঁচবো।
কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন বলেন, বিষয়টি সমাধাণের আশ্বাস দেওয়া হয়েছে। পরে কৃষকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে। এছাড়াও কৃষক-ব্যবসায়ী প্রতিনিধিদের আগামিকাল (মঙ্গলবার) ডাকা হয়েছে, তারা আসলে হিমাগার মালিকদের সাথে বসে আবারও বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা প্রতিনিধিঃ পদ্মা নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে অবহেলা আর অযত্নে থাক...
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড় পুকুরিয়া কয়লা খনি অভ্যন্তরে দুর্ঘটনায় একজন ...
পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ আসনের সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কম...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে নদী থেকে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করে...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ ৬ দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে স্বাস্থ্য সহকার...
মন্তব্য (০)