• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যে কারনে বোমা মেরে ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস অসম্ভব

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  বোমা হামলা চালিয়ে ইরানের পারমাণবিক শিল্প ধ্বংস করা অসম্ভব বলে জানিয়েছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার (এইওআই) প্রধান মোহাম্মদ ইসলামি।

আজ বুধবার সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যে হামলা চালিয়েছে, তা জাতিসংঘ সনদের সম্পূর্ণ লঙ্ঘন এবং একটি ‘জঙ্গল আইন’-এর বহিঃপ্রকাশ।

তিনি বলেন, ‘বিশ্বে এখন শক্তি ছাড়া টিকে থাকা যাচ্ছে না—এই বাস্তবতা ইরানি জাতি ভালোভাবেই বুঝে ফেলেছে।’

ইসলামি আরও বলেন, ইরানের পারমাণবিক শিল্প কোনো বাহ্যিক প্রযুক্তি নয়, বরং এটি একটি দেশীয় প্রযুক্তিনির্ভর শিল্প যা বোমা মেরে ধ্বংস করা যাবে না। এই শিল্পে অগ্রগতি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

উল্লেখ্য, ১৩ জুন থেকে শুরু করে টানা ১২ দিন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় হামলা চালায়। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোর্দো ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

এই আগ্রাসনের পর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র অংশ হিসেবে ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল অধিকৃত এলাকাগুলোর বিভিন্ন শহরে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

এছাড়া যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান কাতারের আল-উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এটি পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।

এর পরে গত ২৪ জুন কার্যকর হওয়া একটি যুদ্ধবিরতিতে এই সংঘর্ষের ইতি ঘটে।

মন্তব্য (০)





image

জাতিসংঘের পরমাণু চুক্তি ছুড়ে ফেলল ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের পরমাণুবিষয়ক পর্যবেক্ষক আন্তর্জাতিক পারমাণবি...

image

বিধ্বস্ত অঞ্চল থেকে ইসরায়েলে একের পর এক রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্য দখলদার রাষ্ট্র ইসরায়েলে একের পর এক রকেট ...

image

ইরানের যে কাণ্ডে ভয় পেয়ে গিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্কঃ  পারস্য উপসাগরে নিজেদের নৌযানে সামুদ্রিক মাইন উঠ...

image

ইসরায়েলের হামলায় ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের ক্ষতির পরিমাণ জান...

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের কোনো ...

image

ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আপত্তি মোদি সরকারের

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে বড় ধরন...

  • company_logo