
ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধিঃ কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলায় বাস্তবায়িত ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
সোমবার সকালে ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুরে হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এসব প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।
বিমান বাহিনী প্রধান বলেন, ২০২৪ সালের আকস্মিক বন্যার সময় প্রতিকূল আবহাওয়া ও বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা সত্ত্বেও বিমান বাহিনী উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বন্যা-পরবর্তী পুনর্বাসনে এসব স্থাপনা নির্মাণ ও সংস্কারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয়, এতিমখানা এবং সড়ক অবকাঠামো নতুনভাবে সচল হবে।
উদ্বোধিত প্রকল্প হাবিব উল্যাহ খান উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিতবিশিষ্ট দ্বিতল ‘শাহীন ভবন’ (দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে দুর্গাপুর সিংহনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংস্কার নুরুল কোরআন ইসলামিয়া মাদ্রাসার উন্নয়ন ফুলগাজী ও ছাগলনাইয়ার বিভিন্ন স্কুল, মসজিদ–মন্দির, এতিমখানা ও সড়ক–সেতু পুনর্নির্মাণ/সংস্কার (মোট ১২টি প্রকল্প)
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক সাইফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাফর উদ্দিন, ৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোশাররফ হোসেন, র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বাগত বক্তব্য দেন গ্রুপ ক্যাপ্টেন খায়রুল বাশার।
অনুষ্ঠানে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়। পরে বিমান বাহিনী প্রধান বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। মাঠপর্যায়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার এবং ঘাঁটি একে খন্দকার।
ফরিদপুর প্রতিনিধিঃ ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, পুলিশ সদস্য...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ত...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ চিলমারীর আছমা ছোট থেকেই ছিল মেধাবী। বিজ্ঞান ও প্রযু...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের ...
মন্তব্য (০)