• লিড নিউজ
  • আন্তর্জাতিক

নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছেঃ এরদোয়ান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় ইরানের অধিকার সম্পূর্ণ বৈধ, ন্যায্য ও আন্তর্জাতিক আইনে অনুমোদিত।

আজ বুধবার (১৮ জুন) আঙ্কারায় ক্ষমতাসীন একে পার্টির সংসদীয় গ্রুপ বৈঠকে এরদোয়ান এ কথা বলেন।

তিনি বলেন, ‘ইসরায়েলের দস্যুতা ও রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষা করা ইরানের জন্য স্বাভাবিক, বৈধ এবং আইনসিদ্ধ।’

তিনি বলেন, ‘নেতানিয়াহু অনেক আগেই হিটলারকে ছাড়িয়ে গেছেন গণহত্যার দিক থেকে। আমরা আশা করি তাদের ভাগ্য যেন এক না হয়।’

এরদোয়ান আরও বলেন, ‘গাজা, সিরিয়া, লেবানন, ইয়েমেন এবং আমাদের প্রতিবেশী ইরানের ওপর যে অমানবিক আগ্রাসন চালানো হচ্ছে, তা থামাতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি ইসরায়েলের হামলায় বেসামরিক মানুষ, শিশু ও নবজাতকের হতাহতের প্রসঙ্গে বলেন, ‘এই হত্যাযজ্ঞের রক্ত কেবল ইসরায়েলের ঔদ্ধত্যকে সমর্থনকারীদের হাতে নয়, বরং যারা নীরব থেকেছে, তাদের হাতেও লেগে আছে।’

আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগের প্রসঙ্গে এরদোয়ান বলেন, ‘আমরা ইরানে ইসরায়েলের সন্ত্রাসী হামলাগুলোর দিক কঠোরভাবে নজরদারি করছি। সম্ভাব্য প্রভাব মোকাবিলায় তুরস্কের সব সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে।’

তিনি আশ্বস্ত করে বলেন, ‘আমাদের জাতি নিশ্চিত থাকতে পারে—সরকার দেশের স্বার্থ, শান্তি, ঐক্য এবং নিরাপত্তা রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রতিটি নেতিবাচক পরিস্থিতি ও সম্ভাব্য বিপর্যয়ের জন্য প্রস্তুতি নিয়েছি এবং নিচ্ছি।’

মন্তব্য (০)





image

লেবাননে প্রায় ১০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে প্রায় ১০ কোটি ডলারের সামরিক...

image

কাতারে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির প্রম...

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কাতারে অবস্থিত ...

image

গণহত্যার জন্য ইসরায়েলকে ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে: এরদ...

আন্তর্জাতিক ডেস্কঃ  তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ...

image

টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ১২৮

আন্তর্জাতিক ডেস্কঃ গত ৪ জুলাই টানা ভারি বৃষ্টিতে নদীর পানি উপচে টেক্সাস ...

image

ইসরায়েল গাজাকে শিশুদের কবরস্থান বানিয়েছে: ইউএনআরডব্লিউএ

আন্তর্জাতিক ডেস্কঃ দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকাকে &...

  • company_logo