
ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের দেওভোগের হাকিম প্লাজা মার্কেটের বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বুধবার (১৮ জুন) সকাল সোয়া ১০টার দিকে ওই মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ব্যবসায়ী জমির আলী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের তৃতীয় তলায় একটি গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে গেছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহজাহান বলেন, হাকিম প্লাজা মার্কেটে আগুনের খবর পেয়ে আমাদের তিনটি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে বলা যাবে।
পাবনা প্রতিনিধিঃ বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ব...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকসু'র সাবেক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙ...
লালমনিরহাট প্রতিনিধি: মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংস খুন সহ সারাদেশে বি...
পাবনা প্রতিনিধিঃ পাবনায় যৌতুকের দাবিতে গৃহবধূ সাদিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ক...
মন্তব্য (০)