
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ ইরান দাবি করেছে যে তারা তাবরিজ শহরে ইসরায়েলের একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নুর নিউজ জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী তাবরিজ শহরে এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে।
অন্যদিকে, টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কাছে এ ধরনের কোনো তথ্য নেই। এর আগেও ইসরায়েল ইরানের এসব দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল।
উল্লেখ্য, গত শুক্রবার ইরানের ভূখণ্ডে একযোগে বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে ইসরায়েল। এতে দেশটির পারমাণবিক স্থাপনা, তেল শোধনাগারসহ বহু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার তথ্যমতে, ইসরায়েলি হামলায় ইরানে নিহত বেড়ে অন্তত ২২০ জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছে প্রায় ৯০০ জন।
অপরদিকে, ইসরায়েলের 'অপারেশন রাইজিং লায়ন'-এর জবাবে গত দু'দিন ধরেই তেহরান দেশটির বিভিন্ন স্থাপনায় মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুঁড়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, ইসরায়েলে ইরানের হামলায় প্রাণহানি বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে এবং দুই শতাধিক আহত হয়েছেন। এর মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে প্রায় ১০ কোটি ডলারের সামরিক...
আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র কাতারে অবস্থিত ...
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ...
আন্তর্জাতিক ডেস্কঃ গত ৪ জুলাই টানা ভারি বৃষ্টিতে নদীর পানি উপচে টেক্সাস ...
আন্তর্জাতিক ডেস্কঃ দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকাকে &...
মন্তব্য (০)