• আন্তর্জাতিক

মুখ খুললেন ফরাসি প্রেসিডেন্ট, দিলেন বার্তা

  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়েছে ইরান। তবে এই হামলার আগেই এক বার্তায় ফরাসি প্রেসিডেন্ট জানান, ফ্রান্স ইসরায়েলকে রক্ষা করবে। শুক্রবার (১৩ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রয়োজনে ফ্রান্স ইসরায়েলকে রক্ষা ও সুরক্ষা দিতে অংশ নেবে।’

তবে ইমানুয়েল ম্যাক্রোঁ স্পষ্ট করে জানান, ফ্রান্স কোনোভাবেই ‘আক্রমণাত্মক অভিযানে’ অংশ নেবে না। বরং কূটনৈতিক সমাধানের পক্ষেই অবস্থান নেবে প্যারিস।

তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে। এ কারণে আমরা সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাই। ইরানের পরমাণু কর্মসূচি একটি গুরুতর ও অস্তিত্ব সংকটের বিষয়—যার সমাধান অবশ্যই আলোচনার মাধ্যমে হতে হবে।’

ম্যাক্রোঁ বলেন, যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়ে ইরানকে সীমিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দিতে চেয়েছিল, তা তেহরান গুরুত্ব দেয়নি, যা দুঃখজনক।

তিনি যোগ করেন, ‘আমি পরিষ্কারভাবে বলছি—ইরান যদি পরমাণু অস্ত্র অর্জনে অগ্রসর হয়, তা শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপ ও বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি। এমন দুনিয়ায় আমরা বসবাস করতে পারি না যেখানে ইরান পরমাণু বোমার অধিকারী।’

এদিকে ফরাসি নিরাপত্তা পরিষদের এক বৈঠকের পর ম্যাক্রোঁ জানান, ফ্রান্সে ‘অপারেশন সেন্টিনেল’ আরও জোরদার করা হবে। এতে করে উপাসনালয়, শিক্ষা প্রতিষ্ঠান, পর্যটন এলাকা, রেলস্টেশন ও বিমানবন্দরসহ স্পর্শকাতর স্থাপনাগুলোতে প্রতিদিন সেনা মোতায়েন থাকবে।

গাজা পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘সাম্প্রতিক উত্তেজনার মধ্যেও আমরা ভুলে যেতে পারি না যে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি প্রয়োজন। সেইসঙ্গে সব বন্দির মুক্তি ও ফিলিস্তিনিদের জন্য বিপুল পরিমাণে মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। কারণ তারা অন্যায় অবরোধের শিকার।’

ম্যাক্রোঁ আরও জানান, জাতিসংঘের সমর্থনে নিউইয়র্কে আয়োজিত দুই-রাষ্ট্রভিত্তিক শান্তি সমাধানের সম্মেলন, যা ফ্রান্স ও সৌদি আরব যৌথভাবে আয়োজন করছিল, তা নিরাপত্তাজনিত কারণে পিছিয়ে দেওয়া হয়েছে। তবে শিগগিরই নতুন তারিখ নির্ধারণ করা হবে।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে ম্যাক্রোঁ বলেন, ‘এটি ফ্রান্সের একটি সার্বভৌম সিদ্ধান্ত। আমার এই বিষয়ে পূর্ণ প্রতিশ্রুতি রয়েছে, এবং আমি তা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ।’

মন্তব্য (০)





image

ভারতের চেয়ে ভালো বাংলাদেশের জিডিপি: মহুয়া মৈত্র

নিউজ ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের আইনপ্রণেতা মহুয়া মৈত্র অনুপ্রব...

image

ওবায়দুল কাদেরের কুকীর্তি ফাঁস করল ভারতীয় মিডিয়া

নিউজ ডেস্কঃ টেলিগ্রামে চাঁদাবাজি, অননুমোদিত গ্রুপ পরিচালনা ও...

image

দেড় ঘণ্টায় চার ভূমিকম্প বঙ্গোপসাগরে

নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরের আন্দামানের পোর্ট ব্লেয়ারের অদূরে ম...

image

জাপানে সুনামির আঘাত, এগিয়ে আসছে আরও শক্তিশালী ঢেউ

নিউজ ডেস্ক : রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে সুনামি ...

image

রাশিয়ার পূর্ব উপকূলে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুন...

নিউজ ডেস্ক : রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ...

  • company_logo