• জাতীয়

বাংলাদেশ ২.০ এখনো সম্ভব যদি জুলাই ভুলে না যাই: তাসনিম জারা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশ ২.০-র স্বপ্ন দেখেছিল দেশের কোটি মানুষ। নতুন করে দেশটাকে গড়তে দেয়ালে দেয়ালে রং তুলির আঁচরে লিখে দিয়েছিল নিজেদের স্বপ্নের কথা। সেই সব দেয়াল লিখন এখনো রয়ে গেছে দেশের নানা প্রান্তে। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই কাঙ্ক্ষিত সংস্কারের সুফল মেলেনি। যা নিয়েই এবার ফেসবুক পোস্টে হতাশা এবং একই সঙ্গে আশার কথা শোনালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

শনিবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি দেয়াল লিখনের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তাসনিম জারা। আর সেই ছবির ক্যাপশনেই নতুন বাংলাদেশের স্বপ্নের কথা শুনিয়েছেন তিনি।

তাসনিম জারা লিখেছেন, গত কয়েক সপ্তাহে নানা সময়ে মনে হয়েছে, সংস্কার কার্যক্রম যেন থমকে যাচ্ছে। ৫ আগস্টের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছিল; তা আদৌ বাস্তব হবে কি না, এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।’

তিনি আরও লিখেছেন, ‘এই অনিশ্চয়তার ভেতরেও আজ সকাল ছয়টায় চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি দেয়ালে চোখ আটকে গেল। দেয়ালে লেখা ছিল: ‘‘স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো’’।’

তিনি আরও লেখেন, ‘জুলাইয়ের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া এমন দেয়াললিখন ছিল সাহস আর সম্ভাবনার প্রতীক। সেই কথাগুলো আজ আবার মনে পড়লো। আশা অপেক্ষার বিষয় নয়, এটি টিকে থাকে মানুষের স্মৃতিতে, রাস্তায়, সংগ্রামে।’

পোস্টের শেষাংশে আশার কথা শোনান তাসনিম জারা। বলেন, ‘বাংলাদেশ ২.০ এখনো সম্ভব, যদি আমরা জুলাই-এর সেই সময়কে ভুলে না যাই।’

মন্তব্য (০)





image

গভীর সমুদ্রে মাছ ধরা কার্যক্রম জোরদারের আহ্বান প্রধান উপদ...

নিউজ ডেস্কঃ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস মৎস্য ও প...

image

জানুয়ারিতে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনার কাজ, ব্যয় ১২ ...

নিউজ ডেস্কঃ উত্তরের দুই কোটি মানুষের দুঃখ তিস্তা। এই তিস্তাক...

image

মাইলস্টোন ট্রাজেডি: জেনে নিন ভাইরাল সেই ছেলের পরিচয়

নিউজ ডেস্কঃ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের ...

image

‎সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি বাংলাদেশ ব্যাংকের

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল...

image

‎তাবলিগ জামাতের বিবাদ মেটাতে কাজ করছে সরকার: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্কঃ তাবলিগ জামাতের বিবাদমান দুই পক্ষের সমস্যা মেটাতে...

  • company_logo