• জাতীয়

বাংলাদেশ ২.০ এখনো সম্ভব যদি জুলাই ভুলে না যাই: তাসনিম জারা

  • জাতীয়

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর নতুন বাংলাদেশ ২.০-র স্বপ্ন দেখেছিল দেশের কোটি মানুষ। নতুন করে দেশটাকে গড়তে দেয়ালে দেয়ালে রং তুলির আঁচরে লিখে দিয়েছিল নিজেদের স্বপ্নের কথা। সেই সব দেয়াল লিখন এখনো রয়ে গেছে দেশের নানা প্রান্তে। তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই কাঙ্ক্ষিত সংস্কারের সুফল মেলেনি। যা নিয়েই এবার ফেসবুক পোস্টে হতাশা এবং একই সঙ্গে আশার কথা শোনালেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।

শনিবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকার একটি দেয়াল লিখনের ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তাসনিম জারা। আর সেই ছবির ক্যাপশনেই নতুন বাংলাদেশের স্বপ্নের কথা শুনিয়েছেন তিনি।

তাসনিম জারা লিখেছেন, গত কয়েক সপ্তাহে নানা সময়ে মনে হয়েছে, সংস্কার কার্যক্রম যেন থমকে যাচ্ছে। ৫ আগস্টের পর যে নতুন বাংলাদেশের স্বপ্ন জেগেছিল; তা আদৌ বাস্তব হবে কি না, এই প্রশ্নটা অনেকের মনে ঘুরপাক খাচ্ছে।’

তিনি আরও লিখেছেন, ‘এই অনিশ্চয়তার ভেতরেও আজ সকাল ছয়টায় চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় একটি দেয়ালে চোখ আটকে গেল। দেয়ালে লেখা ছিল: ‘‘স্বাধীনতা এনেছি, সংস্কারও আনবো’’।’

তিনি আরও লেখেন, ‘জুলাইয়ের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া এমন দেয়াললিখন ছিল সাহস আর সম্ভাবনার প্রতীক। সেই কথাগুলো আজ আবার মনে পড়লো। আশা অপেক্ষার বিষয় নয়, এটি টিকে থাকে মানুষের স্মৃতিতে, রাস্তায়, সংগ্রামে।’

পোস্টের শেষাংশে আশার কথা শোনান তাসনিম জারা। বলেন, ‘বাংলাদেশ ২.০ এখনো সম্ভব, যদি আমরা জুলাই-এর সেই সময়কে ভুলে না যাই।’

মন্তব্য (০)





image

ক্ষণে ক্ষণে যারা বক্তব্য বদল করছে তাদের দিকে খেয়াল রাখুনঃ...

নিউজ ডেস্কঃ মিডফোর্ডের ঘটনায় প্রকৃত হত্যাকারীকে এখনও কেন গ্রেপ্তার করা হ...

image

শর্তসাপেক্ষে ক্ষমা পেলেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন

নিউজ ডেস্কঃ জুলাই গণহত্যা মামলায় নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় শ...

image

মিটফোর্ড হত্যাকাণ্ড: আসামি টিটন গাজীর ৫ দিনের রিমান্ড

নিউজ ডেস্কঃ রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. ...

image

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলের ছুটি, যা বললেন প্রেস ...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের (সিয়ারো) আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুল...

image

ব্যবসায়ীকে সোহাগকে হত্যার ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খল...

নিউজ ডেস্কঃ রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মূল ফটকের সামনে ব্যবসায়ী সোহাগকে কুপ...

  • company_logo