• খেলাধুলা

এবার হাত দিয়ে গোল করে লাল কার্ড পেলেন নেইমার

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ মাঠে ফেরার জন্য বেশ কিছুদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন নেইমার। ইনজুরি কাটিয়ে ফিরেছেন ক্লাব ফুটবলে। কিন্তু জাতীয় দলে নেইমারকে পেতে এখনো অপেক্ষায় থাকতে হচ্ছে তার ভক্তদের। এদিকে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এখনি নেইমারকে দলে ডাকছেন না। কারণ নেইমারকে পুরো ফিট অবস্থাতেই দলে দেখতে চান আনচেলত্তি।  

রোববার (১ জুন) ব্রাজিলিয়ান লিগে খেলতে নামে তারকা এই ফুটবলার। এই ম্যাচে বোতাফোগোর কাছে ১-০ গোলে হেরে যায় নেইমারের দল সান্তোস। এই ম্যাচে অদ্ভুত এক কারণে আলোচনায় এসেছেন নেইমার। ম্যাচে হাত দিয়ে গোল করতে গিয়ে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি।  

ম্যাচের শুরু থেকেই সেরা ছন্দে ছিলেন না নেইমার। প্রথমার্ধে ফাউল করে হলুদ কার্ডও দেখেন তিনি। গোলশূন্য ওঅবস্থায় শেষ হয় সান্তোস ও বোতাফোগোর প্রথমার্ধের খেলা।   

ম্যাচের ৭৬তম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় সান্তোস। গোল হওয়ার পর পরই প্রতিপক্ষের খেলোয়াড়রা রেফারিকে ঘেরাও করে ধরে। তারা রেফারিকে বলতে থাকে গোলটি হাত দিয়ে করেছেন নেইমার। 

রেফারিও বোতাফোগোর খেলোয়াড়দের কথা আমলে নেন এবং হাত দিয়ে গোল করার কারণে নেইমারকে দ্বিতীয়বারের মতো হলুদ কার্ড দেখান। আর দুই হলুদ কার্ড দেখার কারণে তা লাল কার্ডে পরিণত হয়। রিপ্লেতেও  পরে দেখা যায় গোলটি হাত দিয়েই করেছেন ব্রাজিল সুপারস্টার। 

১০ জনের সান্তোসকে ম্যাচের বাকি সময়টুকু চেপে ধরে বোতাফোগো। ৮৬তম মিনিটে গোলও পেয়ে যায় তারা। আর সেই এক গোলের ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বোতাফোগো। এদিকে লিগে ভালো অবস্থায় নেই নেইমারের দল সান্তোস। এই হারের পর ব্রাজিলিয়ান লিগের রেলিগেশন জোনে চলে গেলো সান্তোস। 

১১ ম্যাচ শেষে ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১৮ নম্বরে। আর ১০ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের নবম স্থানে বোটাফোগো। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আরেক ঐতিহ্যবাহী ক্লাব ফ্ল্যামেঙ্গো। ১১ ম্যাচে তাদের অর্জন ২৪ পয়েন্ট।  

 

মন্তব্য (০)





image

বিপিএলে আসছেন ‘সিলেটের জামাই’ মঈন আলি

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের ক্রিকেটার মঈন আলির স্ত্রী যুক্তরাজ্যে বড় হল...

image

১৫ বছরের ‘বিস্ময়বালক’কে দলে নিচ্ছে লিভারপুল

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল সেল্টিকের প্রতিশ্র...

image

৯৫ বলে ১৭১ করে রেকর্ড গড়লেন সেই সূর্যবংশী

স্পোর্টস ডেস্ক : আন্ডার-১৯ এশিয়া কাপে শুক্রবার দারুণ এক ইনিংস খেললেন ভার...

image

ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজারা

স্পোর্টস ডেস্ক : গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১–০ গো...

image

অনন্য নজির গড়ে সাকিবদের এলিট ক্লাবে বুমরাহ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটবিশ্বে পঞ্চম বোলার হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ারে...

  • company_logo