• লিড নিউজ
  • আন্তর্জাতিক

পাকিস্তানে ভয়াবহ ধূলিঝড়-বজ্রবৃষ্টিতে নিহত ১৩

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ভয়াবহ ধূলিঝড় ও বজ্রবৃষ্টির কারণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন এবং আহত হয়েছেন আরও ৯২ জন। রোববার (২৪ মে) দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রাকৃতিক এই দুর্যোগে ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। পিডিএমএর মহাপরিচালক ইরফান আলী কাতিয়া সব জেলা প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলোকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন।

বিবৃতিতে জানানো হয়, ঝড়-বৃষ্টির সময় বৈদ্যুতিক খুঁটি, ঝুলন্ত তার এবং দুর্বল ভবন থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি খারাপ আবহাওয়ার সময় খোলা জায়গায় না থাকা এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়।

পাঞ্জাবের লাহোর, সিয়ালকোট, রাওয়ালপিন্ডি, শেখুপুরা ও ঝেলাম শহরজুড়ে ধুলিঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টিরও খবর পাওয়া গেছে। বিশেষ করে লাহোরে গাছপালা এবং সোলার প্যানেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও ঘটেছে বিভিন্ন এলাকায়।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ায় বজ্রঝড় এবং প্রবল বৃষ্টিতে নদী-নালায় পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। সব জেলায় জরুরি কেন্দ্র চালু করা হয়েছে এবং দুর্যোগ ব্যবস্থাপনায় কড়াভাবে নজরদারি চলছে।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের চরম আবহাওয়ার পেছনে রয়েছে জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব। উল্লেখযোগ্যভাবে, ২০২২ সালের ভয়াবহ বন্যায় পাকিস্তানে প্রাণ হারান প্রায় ১,৭০০ জন এবং ক্ষতি হয় প্রায় ৩৫০০ কোটি ডলারের বেশি। বর্তমান পরিস্থিতিও সেই জলবায়ু সংকটেরই ধারাবাহিকতা বলে মনে করছেন তারা।

মন্তব্য (০)





image

অ্যালকোহল বিক্রির অনুমোদন দেবে সৌদি!

আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ এবং ২০৩০ সালের এক্সপোস...

image

প্রতিরক্ষা ব্যয় বাড়াচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে আসন্ন বাজেটে প্রত...

image

এবার বাংলাদেশকে দুঃসংবাদ দিল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন...

image

প্রাকৃতিক দুর্যোগে ভারতে একদিনে ৪৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ প্রাকৃতিক দুর্যোগ ঝড়-বৃষ্টি ও বজ্রপাতে ভারতে একদিনে ৪...

image

সিরিয়ার ওপর থেকে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া শুরু...

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার ওপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্র...

  • company_logo