
ফাইল ছবি
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঋনের টাকা ফেরত দেওয়ার চাপে বাদশা মিয়া (৪০) নামের এক চতুর্থ শ্রেণীর কর্মচারী (নৈশপ্রহরী) আত্মহত্যা করেছে।
সোমবার (১৯ মে) সকালে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত বাদশ মিয়া ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা চোত্তাবাড়ী এলাকার ইমাম আলীর ছেলে উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী (নৈশপ্রহরী)। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম হীরু।
স্থানীয়রা জানান, ব্যাংক ঋনসহ এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় ১৮ থেকে ২০ লাখ টাকা ঋন হয়েছে। এসব ঋণের টাকা পরিশোধ করতে না পাড়ায় দিশাহারা হয়ে পড়েন বাদশা মিয়া। এনিয়ে তার পরিবারের মাঝেও দেখা দিয়েছে অশান্তি। ঋনের এতোগুলো টাকা পরিশোধ করার দুচিন্তায় বেশ কয়েক মাস ধরে মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েন। এক পর্যায়ে ঋনের যন্ত্রণা থেকে মুক্তি পেতে পরিবারের অজান্তে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে ইঁদুর মারার বিষের ঔষধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই লালমনিরহাট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম চতুর্থ শ্রেণী কর্মচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে লালমনিরহাট সদর থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।
বেনাপোল প্রতিনিধি : চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় ঢাকা কেন্দ্রীয় যুবলীগের সহ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে সদ্য গঠিত জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কমিটি নিয়ে দুইপক্ষের পাল্ট...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় কৃষকদের নিরাপ...
নারায়ণগঞ্জে প্রতিনিধি: ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে না...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীর পানি বাড়ায় উপজ...
মন্তব্য (০)