• সমগ্র বাংলা

রৌমারীতে পানির স্রোতে সেতুর ভেঙে ১১ গ্রামের মানুষের ভোগান্তি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীর পানি বাড়ায় উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার কাঠ ও বাঁশ দিয়ে তৈরি সেতুটি ভেঙে গেছে। এতে উপজেলা শহর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১১টি গ্রামের ২০ হাজার মানুষ। শনিবার (১৭ মে) দুপুরে সেতুটি ভেঙে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ২০২৪ সালে জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ-বাঁশ দিয়ে সেতুটি তৈরি হয়। অল্প কয়েকদিনের মাথায় সেতুটি নড়বড়ে হয়ে পড়ে। তারপরও ওই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছিল ১১টি গ্রামের বাসিন্দা। বর্তমানে সেতুটি ভেঙে পড়ায় উপজেলা শহরে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

লালকুড়া এলাকার বাসিন্দা মাসুদ, বাবলু, খজু মিয়া, মিলনসহ স্থানীয় বাসিন্দারা বলেন, ‘চলাচলের একমাত্র সেতুটি ভেঙে পড়ায় যাতায়াত করতে সমস্যা হচ্ছে। উপজেলা শহর, হাসপাতাল, বাজারঘাট সবই এই সেতুর ওপর দিয়ে যেতে হয়। সেতুটি দ্রুত মেরামত করা প্রয়োজন।

এ ব্যাপারে যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, ‘নদীর পানি বাড়ায় স্রোতের চাপে শনিবার দুপুরে কাঠের সেতুটি ভেঙে পড়েছে। এতে মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, ‘সেতুটি মেরামতের জন্য ওই ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

মন্তব্য (০)





image

ভুতুড়ে বিলের কবলে গোপালপুরের পল্লী বিদ্যুতের গ্রাহকরা

গোপালপুর প্রতিনিধিঃ ভুতুড়ে বিদ্যুৎ বিল এর অভিযোগ তুলে, ক্ষুব্ধ প্রতিক্র...

image

আমি বাটপারি, চাঁদাবাজি, দখলবাজি, দুর্ণীতির রাজনীতি করিনা;...

পাবনা প্রতিনিধিঃ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উপদ...

image

উলিপুরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রামের উলিপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত...

image

উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে গুনাইগাছ ...

image

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়েতে ফুটপাত দখলমুক্ত কর...

 ফরিদপুর প্রতিনিধি: ঢাকা-মাওয়া-ভাঙ্গা হাইওয়ে  ফরিদপুর-ভাঙ্গা-ব...

  • company_logo