
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীর পানি বাড়ায় উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকার কাঠ ও বাঁশ দিয়ে তৈরি সেতুটি ভেঙে গেছে। এতে উপজেলা শহর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ১১টি গ্রামের ২০ হাজার মানুষ। শনিবার (১৭ মে) দুপুরে সেতুটি ভেঙে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস থেকে ২০২৪ সালে জিঞ্জিরাম নদীর ওপরে কাঠ-বাঁশ দিয়ে সেতুটি তৈরি হয়। অল্প কয়েকদিনের মাথায় সেতুটি নড়বড়ে হয়ে পড়ে। তারপরও ওই সেতুর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করছিল ১১টি গ্রামের বাসিন্দা। বর্তমানে সেতুটি ভেঙে পড়ায় উপজেলা শহরে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
লালকুড়া এলাকার বাসিন্দা মাসুদ, বাবলু, খজু মিয়া, মিলনসহ স্থানীয় বাসিন্দারা বলেন, ‘চলাচলের একমাত্র সেতুটি ভেঙে পড়ায় যাতায়াত করতে সমস্যা হচ্ছে। উপজেলা শহর, হাসপাতাল, বাজারঘাট সবই এই সেতুর ওপর দিয়ে যেতে হয়। সেতুটি দ্রুত মেরামত করা প্রয়োজন।
এ ব্যাপারে যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, ‘নদীর পানি বাড়ায় স্রোতের চাপে শনিবার দুপুরে কাঠের সেতুটি ভেঙে পড়েছে। এতে মানুষের যাতায়াত বাধাগ্রস্ত হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, ‘সেতুটি মেরামতের জন্য ওই ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় কৃষকদের নিরাপ...
নারায়ণগঞ্জে প্রতিনিধি: ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে না...
পাবনা প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় জামায়াতের কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না, জামায়াতের কো...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের পৃথক সীমান্ত এলাকা থেকে ভারত থেকে বিএসএফ কর্তৃক পু...
কক্সবাজার প্রতিনিধিঃ স্কুল বহির্ভূত কিশোর-কিশোরীদের জন্য দক্ষতা কেন...
মন্তব্য (০)