
ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্যদের শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে আরব নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১৪ মে) এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।
জিসিসি নেতাদের সঙ্গে ট্রাম্পের শীর্ষ সম্মেলন এখন চলমান রয়েছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান উদ্বোধনী ভাষণ দিয়েছেন। এ সময় ট্রাম্প বলেছেন, ‘উপসাগরীয় দেশগুলো একটি স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ মধ্যপ্রাচ্য তৈরির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে।’
তিনি আরও বলেন, ‘আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি এত অগ্রগতি দেখেছি। এটা সত্যিই অবিশ্বাস্য। আমি ঐক্য এবং বন্ধুত্বও দেখেছি।’
এ সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘গাজা যুদ্ধের অবসান ঘটাতে হবে, ফিলিস্তিনিদের জন্য স্থায়ী সমাধান খুঁজে বের করতে হবে।’ গাজায় যুদ্ধ শেষ করার জন্য আমেরিকার সাথে কাজ করার কথাও জানান তিনি।
ট্রাম্প এবং জিসিসি নেতাদের সমাবেশে ভাষণ দিয়ে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ উপসাগরীয় দেশগুলোর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের প্রশংসা করেছেন। তিনি আশা করেন এ সম্পর্ক আরও “উচ্চতর স্তরে” পৌঁছাবে।
ইয়েমেন এবং সুদানে চলমান সংঘাতের কথাও উল্লেখ করেন সৌদি প্রিন্স। এ জন্য “কূটনৈতিক সমাধান” প্রয়োজন বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।
ইরানের সাথে যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা চলাকালীন এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আল জাজিরা বলছে, এদিন সকালে ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে দেখা করেন। এর আগে মঙ্গলবার সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এ সিদ্ধান্তে আনন্দের সঞ্চার হয় সিরিয়াজুড়ে।
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে রাতভর ক্ষেপণা...
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি উচ...
আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েল-ইরান সংঘাত বন্ধে ‘যুদ্ধবিরতি নয়, চাই প্রকৃত ...
আন্তর্জাতিক ডেস্কঃ তেহরানে ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইব...
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবির...
মন্তব্য (০)