
ছবিঃ সংগৃহীত
অনলাইন ডেস্কঃ সিন্ধু নদীর ওপর কোনো ধরনের বাঁধ নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ করলে ভারতে হামলার চালোনোর ক্ষেত্রে ভাববে না পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ এ কথা বলেছেন।
শুক্রবার (২ মে) জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ টেলিভিশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিতি হয়ে খাজা আসিফ বলেন, ‘কামান বা বন্দুকের গুলি ছুড়লেই আগ্রাসন হয় না। আগ্রাসন চালানোর বহু পথ আছে। যেমন সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া একপ্রকার আগ্রাসন। কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হবে।’
গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম জেলার বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর বন্দুকধারীরা হামলা চালায়। এতে ২৬ পর্যটক নিহত হয়।
ভয়াবহ এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত, দূতাবাস থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনা, ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বিভিন্ন পদক্ষেপ নেয় নয়াদিল্লি।
তবে হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে স্থল ও আকাশসীমা বন্ধ, পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিতসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করে।
পেহেলগামে হামলার পর যদিও ভারতের পক্ষে থেকে এখন পর্যন্ত বড় ধরনের কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে খাজা আসিফ মনে করেন— এখনও দু’দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, ‘যুদ্ধের হুমকি আমরা এড়িয়ে যেতে পেরেছি— এখনও এমনটা ভাবার সময় আসেনি।’
নিউজ ডেস্ক : চলমান সংস্কার কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ...
নিজস্ব প্রতিবেদক: ২১শে জুলাই ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার পর গুরুতর আহত...
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহতদের চিকিৎসাসেবা দ...
অনলাইন ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব...
নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এলাকায় ঘটে যাওয়া হৃদয়বিদারক বিমা...
মন্তব্য (০)