• লিড নিউজ
  • কূটনৈতিক সংবাদ

ভারতের যে পদক্ষেপে হামলা চালাতে ভাববে না পাকিস্তানঃ খাজা মুহম্মদ আসিফ

  • Lead News
  • কূটনৈতিক সংবাদ

ছবিঃ সংগৃহীত

অনলাইন ডেস্কঃ  সিন্ধু নদীর ওপর কোনো ধরনের বাঁধ নির্মাণ করে পানি প্রবাহ বন্ধ করলে ভারতে হামলার চালোনোর ক্ষেত্রে ভাববে না পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ এ কথা বলেছেন।

শুক্রবার (২ মে) জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ টেলিভিশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিতি হয়ে খাজা আসিফ বলেন, ‘কামান বা বন্দুকের গুলি ছুড়লেই আগ্রাসন হয় না। আগ্রাসন চালানোর বহু পথ আছে। যেমন সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করে দেওয়া একপ্রকার আগ্রাসন। কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে লাখ লাখ মানুষের মৃত্যু হবে।’

গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগাম জেলার বৈসরণ তৃণভূমিতে পর্যটকদের ওপর বন্দুকধারীরা হামলা চালায়। এতে ২৬ পর্যটক নিহত হয়। 

ভয়াবহ এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে ভারত সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত, দূতাবাস থেকে কূটনীতিকদের ফিরিয়ে আনা, ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিলসহ বিভিন্ন পদক্ষেপ নেয় নয়াদিল্লি।

তবে হামলার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে ইসলামাবাদ নয়াদিল্লির বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে স্থল ও আকাশসীমা বন্ধ, পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের ভিসা বাতিল, দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিতসহ একাধিক পদক্ষেপ গ্রহণ করে।

পেহেলগামে হামলার পর যদিও ভারতের পক্ষে থেকে এখন পর্যন্ত বড় ধরনের কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তবে খাজা আসিফ মনে করেন— এখনও দু’দেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, ‘যুদ্ধের হুমকি আমরা এড়িয়ে যেতে পেরেছি— এখনও এমনটা ভাবার সময় আসেনি।’

মন্তব্য (০)





image

আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা ...

নিউজ ডেস্কঃ কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য আলজেরিয়ার সঙ্গে দ্র...

image

এবার আরও ১ লাখ ১৩ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিতে জাতিসংঘের অ...

নিউজ ডেস্কঃ মিয়ানমারের রাখাইন থেকে আসা আরও ১ লাখ ১৩ হাজারের বেশি রোহিঙ্গ...

image

জুলাই সনদ তৈরির পরই ভোট: ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর...

image

রোমে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতাদের ...

নিউজ ডেস্কঃ ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া তোমা...

image

নিরাপত্তা বাহিনীর বাধার মুখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে...

অনলাইন ডেস্কঃ নিরাপত্তা বাহিনীর বাধার মুখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...

  • company_logo