• প্রশাসন

আজকের মেধাবী তরুণরাই আগামীর নতুন বাংলাদেশের কর্ণধারঃ নওগাঁ জেলা প্রশাসক

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেছেন আজকের মেধাবী তরুণরাই আগামীর নতুন বাংলাদেশের কর্ণধার। আর একজন মেধাবী তরুণ হিসেবে নিজেকে বিনির্মাণ করতে হলে নিয়মিত খেলাধুলা করার কোন বিকল্প নেই। নিয়মিত খেলাধুলাই পারে একজন তরুণকে সকল মন্দ কাজ থেকে দূরে রাখতে। নিয়মিত ধেলাধুলা করলে শরীর ও মন দুটোই সুস্থ্য থাকে। আর একজন মানুষের যখন শরীর ও মন দুটোই সুস্থ্য থাকে তখন ওই মানুষ সকল কাজে নিজের মেধাকে সঠিক ভাবে কাজে লাগিয়ে মেধার সঠিক প্রকাশ ঘটাতে পারে। বর্তমানে খেলোয়াররা আমাদের দেশের অমূল্য এক সম্পদ। একজন ভালো খেলোয়ারই পারে তার এলাকাসহ পুরো দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে। তাই প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাবী তরুণ ফুটবল খেলোয়ারদের আরো শানিত করতে এই ধরনের প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বুধবার জেলা স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ বালকদের মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই কথাগুলো বলেন। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব। এই উৎসব উপলক্ষে নওগাঁতেও শুরু হয়েছে এই ফুটবল প্রশিক্ষণ।

এদিন জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের প্রথমেই প্রধান অতিথি ফেষ্টুন ও বেলুন উড়িয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এ এইচ এম ইরফান উদ্দিন আহম্মেদ, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, সদস্য ও মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের কোচ এনামুল হক, সদস্য সুমন আলীসহ অন্যরা।

মাসব্যাপী এই ফুটবল প্রশিক্ষণে জেলার ১১টি উপজেলার ৪০জন বালক অংশ নিচ্ছে। বিনামূল্যে আবাসিক সুবিধায় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এমন প্রশিক্ষণের মাধ্যমে জেলার প্রত্যন্ত অঞ্চলে থাকা প্রান্তিক পর্যায়ের মেধাবী তরুন ফুটবল খেলোয়াররা নিজেদেরকে আরো শানিত করবে এবং এদের মধ্যে থেকে বাছাই করা খেলায়োররা বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে বলে জানিয়েছেন আয়োজকরা।

মন্তব্য (০)





image

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, মাগুরার সেপ্টেম্বর মাসের ...

মাগুরা প্রতিনিধি: জনগণের আস্থা ও সেবার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে মা...

image

৪ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ

নিউজ ডেস্ক : বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের ৪ সহকারী পুলিশ সুপারক...

image

‎ডিএমপির শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ(ওসি) হাফিজুর রহমান পিপিএম

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সেপ্টেম্...

image

প্রধান বিচারপতির বাসভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিউজ ডেস্ক : রাজধানীর প্রধান বিচারপতির সরকারি বাসভবন, সুপ্রিম কোর্ট এলাক...

image

পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে রদবদল

নিউজ ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৮ জন উর্ধ্বতন কর্মকর্তাকে পদায়ন কর...

  • company_logo