
ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় শনিবার থেকে ২দিন ব্যাপী শুরু হয়েছে প্রাণিসম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা মেলা এবং আঞ্চলিক কর্মশালা। গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এর আয়োজনে আরএমটিপি প্রকল্পের আওতায় মেলায় ২৪টি স্টলের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে উদ্যোক্তাদের নানা উদ্ভাবন ও পন্যের সমাহার।
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং ডেনমার্ক সরকারের আর্থিক সহায়তায় আয়োজিত এ মেলার উদ্বোধন করেন পিকেএসএফ-এর উপ-মহাব্যবস্থাপক মো. হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও বাজার সম্প্রসারণে নিরলসভাবে কাজ করছে আরএমটিপি প্রকল্প। গত তিন বছরে বগুড়ায় প্রায় ২৭ হাজার উদ্যোক্তা, কৃষক এবং সংশ্লিষ্ট সেবাদানকারীদের সঙ্গে কাজ করে প্রাণিসম্পদ উৎপাদন ও বাজারজাতকরণে নতুন দিগন্তের সূচনা করেছে প্রকল্পটি। নিরাপদ উপায়ে গবাদিপশু লালন-পালন, মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য এখন দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছাচ্ছে আন্তর্জাতিক বাজারেও। প্রকল্পের চলমান কার্যক্রমের অংশ হিসেবে গাক এর মাধ্যমে এই মেলাটি তাদের প্রকল্পের মাধ্যমে সফল হওয়া উদ্যোক্তাদের সাফল্যের জানান দেয়।
গাকের নির্বাহী প্রধান ড. খন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞগণ। উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথিরা মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের উৎপাদিত নিরাপদ পণ্য পর্যবেক্ষণ করেন।
এছাড়াও একই দিন প্রাণিসম্পদ খাতের বিদ্যমান সমস্যা ও বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে গাকের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক আঞ্চলিক কর্মশালা। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) ড. এ বি এম খালেদুজ্জামান। কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে বাংলা গ্যাপ চালু বিষয়ক উপস্থাপনা দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আহসান কবীর, পণ্যের সনদায়ন ও মাংস আমদানিতে নীতিমালা উন্নয়ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ডিএআইসি, রংপুর-এর ড. মোঃ জোবাইদুল কবীর এবং প্রাণিসম্পদ খাতে আরও দৃশ্যমান উন্নয়ন সাধনে সরকারি নানা কর্মকান্ড তুলে ধরে উদ্যোক্তাদের অনুপ্রেরণা যোগান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আনিছুর রহমান। বক্তারা প্রাণিসম্পদ খাতে আমদানি নির্ভরতা কমিয়ে নিরাপদ পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে বিদ্যমান সমস্যা সমাধানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
বগুড়া প্রতিনিধি: বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেন এলাকায় দুই ভাই প্রভা...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী ও রৌমারী উপজেলার সাত জেলে ভারত...
নড়াইল প্রতিনিধঃ বিচার নিশ্চিত করে আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে নড়া...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কাল বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড কুড়িগ্রামের বিভিন্ন এলাকা। হঠাৎ ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ট্রেনে কাটা পড়ে ছগির প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্ত...
মন্তব্য (০)