• খেলাধুলা

টাইগার পেস তাণ্ডবে নাকাল জিম্বাবুয়ে!

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ আগের দিনটা বেশ গুমোট কেটেছে। ব্যাটিংয়ে মোটাদাগে অস্বস্তির পর বোলিংও হয়েছিল ছন্নছাড়া। সিলেট টেস্টের প্রথম দিনের ভুলের মাশুল দ্বিতীয় দিনে তুলে দিচ্ছেন টাইগার পেসাররা। নাহিদ রানার জোড়া আঘাতের পর স্বস্তির সকাল এনে দিয়েছেন হাসান মাহমুদ।

সিলেটের লাক্কাতুরা চা বাগান ঘেরা স্টেডিয়ামে সকালটি ইতোমধ্যে বাংলাদেশ নিজেদের করে নিয়েছেন। দুই ওপেনারকে নাহিদ ফিরিয়েছেন, তিনে নামা নিক উইলসকে ফিরিয়েছেন হাসান। ৮৮ রান তুলতে তাতেই তিন উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের থেকে তারা এখনও ১০৩ রান পেছনে।

গতকাল সফরকারীদের দারুণভাবে টেনে দেন দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান। আজ সোমবার সকালে ৬৭ রান থেকে শুরু করা জুটিকে বেশিদূর এগোতে দেননি নাহিদ। ৬৯ রানে ভেঙেছেন জুটি। ১৮ রান করে ফেরেন কারান। ফিফটি হাঁকিয়ে চোখের কাটা হওয়া বেনেটকেও পরাস্ত করেছেন স্পিডস্টার নাহিদ। বেনেট ফেরার আগে করেন ৫৭ রান। এরপর তিনে নামা নিককে (২) বেশিসময় থাকতে দেননি হাসান। তাতেই আসে স্বস্তির সকাল।

গতকাল হতশ্রী এক দিন দেখেছে বাংলাদেশ। সিলেটে রোববার প্রথম টেস্টের প্রথমদিনে বাংলাদেশ মাত্র ১৯১ রানে অলআউট হয়। স্বাগতিকদের বোলিংয়ে নাকানিচুবানি খাওয়ানোর পর ব্যাটিংয়েও দাপট দেখায় জিম্বাবুয়ে। সেই দাপট আজ সকাল অবধি চলে। এখনও তারা ম্যাচের লাটাই হাতে রেখেছে। যদিও সকালেই তোপ দেগেছেন নাহিদ-হাসান। বাকি সময়ে টাইগার বোলাররা ছড়ি ঘোরালে ম্যাচের হালও ঘুরে যাবে।

মন্তব্য (০)





image

বিসিবির ওপর তামিমদের চাপপ্রয়োগের পর মাঠে নামলেন হৃদয়!

স্পোর্টস ডেস্কঃ তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যুতে ক্রিকেটারদের চাপে বাংলা...

image

এবার ২৩৮ কোটি টাকা অন্য ব্যাংকে স্থানান্তরের ব্যাখ্যা দি...

স্পোর্টস ডেস্কঃ ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন বিসিবিপ্রধান ...

image

পিএসএল যোগ দেওয়ার আগে যা বললেন ‘আত্মবিশ্বাসী’ নাহিদ রানা

স্পোর্টস ডেস্কঃ গত ১১ এপ্রিল পর্দা উঠেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ...

image

মাঠের ক্রিকেটে আবার কবে ফিরছেন, জানালেন তামিম

 স্পোর্টস ডেস্কঃ গত মার্চে বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল)...

image

সিলেটে বৃষ্টি, তৃতীয় দিনের খেলা হতে বিলম্ব

স্পোর্টস ডেস্কঃ বৃষ্টির কারণে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্ট...

  • company_logo