• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইয়েমেনের মার্কিন বিমান হামলায় ১২ জন নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের রাজধানী সানাতে মার্কিন বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। 

সোমবার (২১ এপ্রিল) ভোরে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার। 

হুথিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলায় এটি সর্বশেষ মৃত্যুর খবর।  এ হামলার বিষয়ে মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, হুথিরা সানার শুব জেলার ফারওয়া পাড়ার বাজারে এই হামলা চালায়।  এই এলাকাটি আগেও মর্কিন হামলার  লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।  

এছাড়া  সোমবার রাতভর দেশটির অন্যান্য অঞ্চলেও হামলা চালানো হয়েছে।

গত সপ্তাহে ইয়েমেনের রাস ইসা জ্বালানি বন্দরে মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৭৪ জন নিহত এবং ১৭১ জন আহত হওয়ার পর ঘটনার পর  এই হামলা চালানো হয়েছে।

দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আসার পর হুথিদের বিরুদ্ধে হামলা জোরদার করেছেন। চলতি বছরের মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তারা। 

তবে যুক্তরাষ্ট্রের তীব্র হামলাতেও পিছু হটতে রাজি নয় হুথি যোদ্ধারা। ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীটি ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে গাজায় ইসরাইলি আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মন্তব্য (০)





image

ইরানের বিক্ষোভকারীদের ‘উসকিয়ে’ ট্রাম্পের নতুন বার্তা

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সরকারবিরোধ...

image

ইরানে নিহতের সংখ্যা ১২ হাজারের বেশি: জেরুজালেম পোস্ট

নিউজ ডেস্ক : ইরানে চলমান বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ হাজার...

image

ট্রাম্পের নির্দেশে শিক্ষার্থীসহ এক লাখ বিদেশির ভিসা বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণে...

image

যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্র পরীক্ষা নিতে চাইলে যুদ্ধের জন্...

image

ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ...

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলো...

  • company_logo