
ছবিঃ সিএনআই
রংপুর ব্যুরোঃ রাষ্ট্রের একমাত্র অঙ্গ হিসেবে বিচার বিভাগ নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ, বাস্তবায়নের ক্ষমতা ও কর্তৃত্বগ্রহণ করেছে বলে মন্তব্য করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাতI আহমেদ বলেছেন, বিচারিক সংস্কার শুধু বিভিন্ন খাতভিত্তিক সংস্কারে স্থায়ীত্বের মূল চাবিকাঠি নয়, এটি নিজেই ‘সংস্কার’ শব্দের প্রতীক হয়ে উঠেছে।
শনিবার দুপুরে রংপুর নগরীর গ্রান্ড অভিজাত হোটেল প্যালেসের সভাকক্ষে ইউএনডিপি আয়োজিত 'বিচার বিভাগের স্বাধীনতা ও কার্য দক্ষতা বৃদ্ধি' বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ রাষ্ট্রের একমাত্র অঙ্গ যা বহু দশক ধরে নিজের অভ্যান্তরীন সংস্কারে সক্রিয় প্রচেষ্টা চালিয়ে আসছে। বিচারিক সংস্কার শুধু বিভিন্ন খাত ভিত্তিক সংস্কারের মূল চাবিকাঠি নয়। বরং এটি এখন নিজেই সংস্কার শব্দের প্রতীক হয়ে উঠেছে।
এসময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কারের জন্য রাজনৈতিক ঐক্যমত গঠনের প্রচেষ্টা চলছে। বিচার বিভাগ ইতিমধ্যে সংস্কার কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে। যা সংশ্লিষ্ট কমিশনগুলোর কাজেও প্রতিফলিত হয়েছে।
এছাড়াও ইউএনডিপির সহযোগিতায় বিচারিক সংস্কার রোডশোগুলো এখন শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। যার ফলে জেলা বিচার বিভাগ এবং ম্যাজিস্ট্রেসি নিজস্ব সংস্কার কার্যক্রমে দায়িত্ব নিতে সক্ষম হয়েছে।এখন শুধু আমাদের সংস্কার প্রচেষ্টাগুলো টেকসই করার উপায় খুঁজতে হবে। একই সাথে জেলা বিচার বিভাগ ও ম্যাজিস্ট্রেসি সংস্কার অগ্রদূত হিসাবে দায়িত্ব পালন করবে বলে আশা প্রকাশ করেন প্রধান বিচারপতি।
বিচার বিভাগ ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের কাছাকাছি এসেছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এ সুযোগ নষ্ট হলে বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা ও প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে।
সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারক জাফর আহমেদের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন, ব্রিটিশ হাই কমিশনার এইচ ই সারা কুক। সেমিনারে রংপুর বিভাগের বিচারক, পাবলিক প্রসিকিউটররা অংশ নেন।
এর আগে গতকাল শুক্রবার সকালে পাঁচদিনের সফরে রংপুরে এসে পৌঁছলে তাকে সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হয়। এসময় রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল ও জেলা পুলিশ সুপার আবু সাইম উপস্থিত ছিলেন।
এদিন সন্ধ্যায় সার্কিট হাউস সভাকক্ষে রংপুরে কর্মরত সকল বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ।
দিনাজপুর প্রতিনিধি: জামায়াতে ইসলামীর জেলা ৬সেক্রেটারী ড. মুহাদ্দিস এনামুল হক ...
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্...
দিনাজপুর প্রতিনিধি: মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে সম্পর্কে ফেসবুকে কটূক...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রিপেইড মিটার চালুর তিন মাস না পেরোতেই ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন&rsquo...
মন্তব্য (০)