• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে নিয়ে ফ্রি মেডিকেল চেকআপ ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গৌরবময় গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সম্মানে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্রি মেডিকেল চেকআপ, ঈদ উপহার প্রদান এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুর ২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই অনুষ্ঠান শুরু হয়ে বিকেল পর্যন্ত চলে। অনুষ্ঠান শেষে আহত ও শহীদ পরিবারের কাছে হাদিয়া সহ ঈদ উপহার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে মেডিকেল চেকআপ ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সদস্য ও সাবেক সাংসদ শাহ নূরুল কবির শাহিন, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল কবির রেনু, জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত সাংবাদিক রুহুল আমিন রিপন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসানুর রহমান সজিব, শহীদ আশিকুল রাব্বির পিতা আব্দুল খালেক সরকার, সম্বনয়ক হাসানুর রহমান সজিব, নাগরিক কমিটি ময়মনসিংহ জেলার প্রতিনিধি মোজাম্মেল হক প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে আহত ও শহীদ পরিবারের সদস্যগন সহ জুলাই-আগষ্ট গনঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সম্বনয়কগণ, সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শহীদ আশিকুল রাব্বির পিতা আব্দুল খালেক সরকার বলেন, "ছেলেকে হারিয়ে আমি আজো শোকাহত। কিন্তু আজকের এই সম্মান আর ভালোবাসা আমাকে শান্তি দিয়েছে। প্রশাসনের এই উদ্যোগকে আমি অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাই।"

উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণ হয়, যখন তা সবাইকে সঙ্গে নিয়ে ভাগ করে নেওয়া যায়। ঈশ্বরগঞ্জের এই সাহসী ইতিহাস যারা গড়েছেন, আমরা সবসময় তাদের পাশে থাকবো—এটাই আমাদের অঙ্গীকার। যারা মানুষের অধিকারের জন্য জীবন দিয়েছেন, যারা গুলির আঘাতে আহত হয়েছেন—তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকের এই আয়োজন করতে পেরে আমি গর্বিত।

মন্তব্য (০)





image

'আল্লাহর দ্বীন কায়েম ছাড়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়'

দিনাজপুর প্রতিনিধি: জামায়াতে ইসলামীর জেলা ৬সেক্রেটারী ড. মুহাদ্দিস এনামুল হক ...

image

গাইবান্ধায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন নিহত

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্...

image

ফেসবুকে মহানবীকে কটুক্তি, জড়িতকে গ্রেপ্তারের দাবিতে দিনাজ...

দিনাজপুর প্রতিনিধি: মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) কে সম্পর্কে  ফেসবুকে কটূক...

image

কুড়িগ্রামে নেসকোর প্রিপেইড মিটারে রিচার্জ করেও মিলছে না ব...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে প্রিপেইড মিটার চালুর তিন মাস না পেরোতেই ...

image

কুড়িগ্রামে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‘তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন&rsquo...

  • company_logo