
প্রতীকী ছবি
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় ঈদে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে ফাতেমা সিদ্দিকা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা একই ইউনিয়নের চোরখালি গ্রামের মহাসিন মোল্যার মেয়ে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান মুঠোফোনে ঢাকা মেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও স্বজন সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ফাতেমা তার মায়ের সাথে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চোরখালি নিজ বাড়ি থেকে একই ইউনিয়নের চাচই গ্রামে তার নানা মৃত লিয়াকত মোল্যার বাড়িতে বেড়াতে যায়। এদিন দুপুরে নানা বাড়ির পাশের একটু পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুকে যায়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে পুকুরের পানিতে ভাঁসতে দেখে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান মুঠোফোনে ঢাকা মেইলকে বলেন, আইনগত পক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ভুট্টা ক্ষেত থেকে জুই খাতুন (৭) নামের এক শিশ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে খড়ের ঢিবির আগুনে পড়ে ঝলসে সহোদর ২ ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনম্যানের অবহেল...
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির ...
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে &ldq...
মন্তব্য (০)