• শিশু সংবাদ

চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে শিশুর মৃত্যু, ক্ষুব্ধ জনতার সড়ক অবরোধ

  • শিশু সংবাদ

ছবিঃ সিএনআই

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির হামলায় তিন মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী শিশুটির লাশ নিয়ে পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক অবরোধ করেন। শনিবার ভোর ৬টা থেকে কেইপিজেড গেট এলাকায় এ অবরোধ শুরু হলে সড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বড় উঠানের শাহমীরপুর জমাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু মো. আরমান জাওয়াদ ওই এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে। হামলায় শিশুটির মা খজিমা বেগম (৩০) গুরুতর আহত হন এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, গভীর রাতে একটি বন্য হাতি মোহাম্মদ ইব্রাহীমের টিনের ঘরে হামলা চালায়। আতঙ্কিত হয়ে তাঁর স্ত্রী খজিমা বেগম সন্তানকে নিয়ে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করলে হাতিটি শুঁড়ে পেঁচিয়ে তাঁকে আছাড় দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। একই সময় শাহাজাহান নামে এক ব্যক্তির ঘরেও তাণ্ডব চালায় হাতিটি।

সকালে নিহত শিশুর লাশ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী কেইপিজেড এলাকায় এসে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা বন্য হাতিটিকে দ্রুত সরানোর দাবি জানান। অবরোধের ফলে সড়কের উভয় পাশে প্রায় আট কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিক্ষোভকারীদের একজন মোহাম্মদ মনির বলেন, "যতক্ষণ না হাতিটিকে সরানোর নিশ্চয়তা পাওয়া যাবে, ততক্ষণ আমরা সড়ক ছাড়ব না। প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা এ বিষয়ে ব্যবস্থা নিলে আমরা অবরোধ প্রত্যাহার করব।"

শিশুটির বাবা মোহাম্মদ ইব্রাহীম বলেন, "হাতির আক্রমণে আমার সন্তানকে হারিয়েছি, স্ত্রীও গুরুতর আহত। চাই না, এমন ঘটনা আর কারও সঙ্গে ঘটুক। দ্রুত বন্য হাতিটিকে সরানোর উদ্যোগ নেওয়া হোক।"

কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।"

 

মন্তব্য (০)





image

পাবনায় নিখোঁজের একদিন পরে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উ...

পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ভুট্টা ক্ষেত থেকে জুই খাতুন (৭) নামের এক শিশ...

image

খড়ের ঢিবির আগুনে পড়ে ঝলসে গেল দু্ই শিশু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে খড়ের ঢিবির আগুনে পড়ে ঝলসে সহোদর ২ ...

image

কালীগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনম্যানের অবহেলায় প্রাণ গেল শ...

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনম্যানের অবহেল...

image

ঈদে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু!

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় ঈদে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকু...

image

শিবচরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে &ldq...

  • company_logo