
ছবিঃ সিএনআই
কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে ভাঙারি দোকানে পাওয়া একটি মর্টার শেল উদ্ধার করে নিয়ে গেছে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে আসা বোম ডিসপোজাল টিম।
বুধবার (১৯ মার্চ) বিকেলে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল কিশোরগঞ্জে পৌঁছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোনকল পেয়ে কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকার ভাঙারির দোকান থেকে মর্টারশেলটি জব্দ করে পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের একরামপুর এলাকার টুটুল এন্টারপ্রাইজ নামক ভাঙারির দোকানের এক শ্রমিক প্রতিদিনের মতো রাতে ভাঙ্গারি মালা মাল গুলো গুছানোর সময় এ মর্টার শেলটি দেখতে পায়। পরে বিষয়টি ভাঙ্গারি মালিক মো. টুটুল মিয়াকে জানালে তিনি অস্বাভাবিক বস্তুটি দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে কল করে পুলিশকে অবহিত করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাঙারি দোকানটি ঘিরে রাখে। এরপর খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। পরে রাতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি বালুভর্তি একটি বালতিতে রাখে। এসময় নিরাপত্তার জন্য সেনাবাহিনী দোকানটিকে তালাবদ্ধ করে দেয়। আজ বুধবার (১৯ মার্চ) বিকেলে সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম এসে মর্টারশেলটি উদ্ধার করে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি দৈনিক যায়যায়দিন কে নিশ্চিত করে বলেন, পুলিশের ধারণা অন্যান্য লোহা–লক্কড়ের সঙ্গে কেউ এটি ভাঙারি দোকানে বিক্রি করেছে। দোকানটিতে লোহা–লক্কড় বিক্রেতাদের তালিকা সংগ্রহ করার কথা জানিয়েছে পুলিশ।
গোপালপুর প্রতিনিধিঃ মেঘনা গ্রুপ কর্তৃক সিনিয়র সাংবাদিক ও আমার দেশ পত্রিক...
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নে বিভিন্ন ধ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়িতে পূর্বশক্রতার জের ধরে আওয়ামীলীগের ...
দিনাজপুর প্রতিনিধিঃ গৃহ পালিত ছাগলকে খাওয়ানোর জন্য গাছের পাতা সংগ্রহের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ...
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারের সবচেয়ে বড় বাজার জয়পাড়া বাজারে চুরি...
মন্তব্য (০)