প্রতীকী ছবি
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ ছৈয়দের ছেলে।
সোমবার (১৬ মার্চ) রাতে পরৈকোড়া ইউনিয়ন পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
নিহত মানিকের ভাই মোহাম্মদ মারুফ বলেন, স্থানীয় মো. রাসেল (৩০) নামের এক ব্যক্তির কাছে ধার দেওয়া এক লাখ টাকা পাওনা ছিল। পাওনা টাকা চাইতে গেলে বাঁধে বিপত্তি দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এর একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। আহত অবস্থায় মানিককে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মানিকের মৃত্যু হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, পাওনা টাকা নিয়ে বিরোধে মানিক মিয়া ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলা কারাগারে এক হাজতি নিহতের ঘটনায় সদর থানায় হ...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার বীর উজলী উচ্চ...
চট্টগ্রাম প্রতিনিধি : ২য় বারের মত চন্দনাইশের ও সি জেলার...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ...
লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ই...

মন্তব্য (০)