
ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: প্রথমবারের মতো নওগাঁর মান্দা উপজেলার সতিহাটের নীলকুঠি এলাকায় থাকা অবৈধ একটি ইট ভাটা গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। সোমবার মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স ভাই ভাই ব্রিকস নামক ইটভাটার চিমনী ও কিলন এক্সকেভেটর দিয়ে সম্পূর্নরূপে ভেঙ্গে দেয়া হয়েছে। এসময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নিভিয়ে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
নওগাঁ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আরও উপস্থিতি ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব বিন জামান প্রত্যয়। উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। বাংলাদেশ সেনাবাহিনী, নওগাঁ জেলা আনসার ও ফায়ার সার্ভিসের তিনটি চৌকস দল মোবাইল কোর্টে সহযোগিতা প্রদান করেন।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার ১১টি উপজেলায় মোট ২০৪টি ইট ভাটা রয়েছে যার মধ্যে মাত্র ২১টি ভাটার সকল বৈধ কাগপত্রাদি রয়েছে। অবশিষ্ট ইট ভাটাগুলোর কোন বৈধ কাগজপত্রাদি নেই। জনবসতি ও আবাদি জমির আশপাশে ইটভাটা স্থাপন করা নিষিদ্ধ হলেও ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা অধিকাংশ ভাটার কোন বৈধ কাগজপত্রাদি নেই। বছরের পর বছর সরকারের বিধিনিষেধকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে অবৈধ ভাবে ইট উৎপাদন করে আসছে এই ইট ভাটাগুলো। ফলে দিন যতই যাচ্ছে ততই পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। হুমকির মুখে পতিত হচ্ছে জীব-বৈচিত্র। বিগত সময় সরকারের নির্দেশনা মোতাবেক মাঝে মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র অবৈধ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অর্থদন্ডই প্রদান করা হতো কিন্তু গুড়িয়ে দেওয়া হতো না।
জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন দিন যতই যাচ্ছে ততই আমরা মানুষরা জেনে শুনে প্রকৃতিকে ধ্বংস করে পৃথিবীটাকে বসবাসের অযোগ্য করে ফেলছি। পরিবেশের ভারসাম্য নষ্ট করতে দেশজুড়ে অবৈধ ভাবে গড়ে ওঠা ইট ভাটাগুলো অনেকাংশে দায়ী। সরকারের নির্দেশনা মোতাবেক পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইট ভাটাগুলো গুড়িয়ে দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় নওগাঁতেও সেই অভিযান শুরু করা হয়েছে। কোন পেশী শক্তিই জেলা প্রশাসনের এমন কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে পারবে না। আমরা চেস্টা করছি আগামী প্রজন্মের জন্য বসবাসের যোগ্য একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের। আর সবুজে শ্যামলায় ভরা একটি বাসযোগ্য নওগাঁ গড়ে তুলতে পুরো জেলাবাসীকে ভ’মিকা রাখতে হবে। আগামীতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরণের অভিযান অব্যাহত রাখা হবে বলেও তিনি জানান।
নিউজ ডেস্কঃ নববর্ষের আনন্দ শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না বলে জানিয়েছ...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবা...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে বাংলা নববর্ষ-১৪৩২ যথাযোগ্য মর্যাদায় উদ...
নওগাঁ প্রতিনিধি: ঈদের দীর্ঘ ছুটি শেষ। নওগাঁ থেকে হাজার হাজার মানুষ বর্তমানে ত...
নিউজ ডেস্কঃ বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ ‘কর্ণফুলী -৩’এর ...
মন্তব্য (০)