• বিনোদন

আমার চাহিদার তালিকা মিলে গেলে বিয়ে করবোঃ সুস্মিতা

  • বিনোদন

ছবিঃ সিএনআই

বিনোদন ডেস্কঃ মাত্র ১৮ বছর বয়সেই খ্যাতির চূড়ায় পৌঁছেন বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সেই খ্যাতির ছটা শুধু দেশেই সীমাবদ্ধ ছিল না। সীমানা পেরিয়ে তার জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়েছে। ১৯৯৪ সালে ১৮ বছর বয়সে ফেমিনা মিস ইন্ডিয়ার মুকুট জয় করেন অভিনেত্রী। পরে মিস ইউনিভার্সের (১৯৯৪) মুকুটও জয় করেন তিনি।

সুস্মিতাই প্রথম বাঙালি তথা প্রথম ভারতীয় হিসেবে মিস ইউনিভার্সের মুকুট লাভ করেন। কিন্তু এখনো অভিনেত্রী চিরকুমারীই রয়ে গেছেন। তবে বিয়ের জন্য কোনো ধরাবাধা বয়সের গণ্ডিতে নিজেকে আটকে রাখতে নারাজ সুস্মিতা সেন। বিয়ে নিয়ে তার কী পরিকল্পনা সে কথাই জানালেন অভিনেত্রী।

সুস্মিতা তার ব্যক্তিত্বের জন্য যতটা আলোচিত হয়েছেন, ততটাই চর্চিত হয়েছেন ব্যক্তিগত জীবনের জন্য। বলা ভালো— তার প্রেমজীবন নিয়ে চর্চার অন্ত নেই। তবু কোনো দিনই সম্পর্ক নিয়ে গোপনীয়তায় বিশ্বাসী নন অভিনেত্রী। কখনো রণদীপ হুডা, কখনো মুম্বাইয়ের রেস্তোরাঁর মালিক হৃতিক ভাসিন, কখনো পরিচালক বিক্রম ভাট, কখনো ললিত মোদি, আবার কখনো বয়সে অনেক ছোট রোহমান শলের সঙ্গে নাম জড়িয়েছে তার।

বয়স তার পঞ্চাশ ছুঁইছুঁই। তবু ঘরবাঁধা হয়নি। যদিও সুস্মিতা ছকভাঙা। বিয়ে করেননি কিন্তু দুই সন্তানের মা। অল্প বয়সে দুই কন্যা দত্তক নিয়েছেন। যদিও গত বছর থেকে সুস্মিতার সঙ্গে সর্বত্রই দেখা যাচ্ছে সাবেক প্রেমিক রোহমান শলকে। তবে কি ফের তারা সম্পর্কে জড়িয়েছেন? ভবিষ্যতে কি বিয়ে করবেন সুস্মিতা? যদিও বিয়ে করার ইচ্ছা রয়েছে তার বলে জানিয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুস্মিতা বলেন, আমি বিয়ে করতে চাই। কিন্তু এমন একটা মানুষকে পেতেও হবে তো। আসলে বিয়ে তো মনের বন্ধন। কাউকে দেখে সেই অনুভূতিটাও আসতে হবে, তাই না? যেদিন এমন কোনো পুরুষ জীবনে আসবে, যাকে দেখে মনে হবে একেই বিয়ে করা যায়, সেদিন করব; কিংবা আমার যে চাহিদার তালিকা রয়েছে, সেগুলো মিলে গেলেই বিয়ে করে নেব। তার আগে এই বেশ ভালো আছি।

মন্তব্য (০)





image

মেট গালায় প্রথমবারের মতো অন্তঃসত্ত্বা কিয়ারা আদভানি

বিনোদন ডেস্কঃ শুরু হয়েছে ফ্যাশন উৎসব মেট গালা।  প্রতিবছর মে মাসের প...

image

আসিফ আকবরের ভাইরাল ভিডিও নিয়ে যা জানা গেল

বিনোদন ডেস্কঃ দেশের সংগীতাঙ্গনে তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ক্যাসেট-সি...

image

এবার আলিয়ার মুকুটে নতুন পালক

বিনোদন ডেস্কঃ চলতি বছরের ১৩ থেকে ২৪ মে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক কান চলচ্...

image

কড়া প্রতিবাদ জানালেন হানিয়া আমির

বিনোদন ডেস্কঃ ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার আঁচ সবচেয়ে আগে গিয়ে পড়...

image

আমরা গর্বিত আমাদের একজন খালেদা জিয়া আছেনঃ আসিফ

বিনোদন ডেস্কঃ বিনোদন জগতের সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর বি...

  • company_logo