• লিড নিউজ
  • রাজনীতি

দেশ গড়ার সুযোগ ধ্বংস করা হচ্ছে: মির্জা ফখরুল

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘শহীদ সেনা দিবসের’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অঙ্গীকার করেন।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর দেশকে সমৃদ্ধভাবে বিনির্মাণে সুযোগ এসেছে। কিন্তু আজকে আবার সেই সুযোগকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। পতিত শেখ হাসিনা অবস্থান নিয়েছেন দিল্লিতে, সেখান থেকে চক্রান্ত করছেন কী করে এই বিজয়কে নস্যাৎ করে দেওয়া যায়, কীভাবে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করা যায়।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না করলে স্থিতিশীলতা আসবে না। কোনোভাবেই আমরা একটা স্থিতিশীলতা পাবো না। তাই, প্রকৃতপক্ষে নিরপেক্ষ বস্তুনিষ্ঠ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

নেতাকর্মীদের ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকুন। যাতে আমরা একটা গণতান্ত্রিক পর্যায়ে পৌঁছতে পারি।

মির্জা ফখরুল আরও বলেন, অনেকে সমালোচনা করে বলেছেন- ‘আমরা নাকি শুধু নির্বাচন নির্বাচন করি; আমরা সংস্কার করতে নাকি চাই না’ এতো বড় মিথ্যা প্রচারণা চালাচ্ছে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে। কতিপয়, গুটিকয়েক মানুষ বিএনপিকে টার্গেট করে এ মিথ্যা প্রচারণা চালাচ্ছে। এরা অপপ্রচার করে বিএনপিকে হেয় করতে চায়। আমরা যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করবো, স্থিতিশীলতা রক্ষা করবো, দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনবো।

অন্তর্বর্তী সরকারের প্রধানের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনি শক্ত হাতে আপনার সরকারকে পরিচালনা করবেন। কেউ যেন না বলে, আপনি কারও পক্ষপাতিত্ব করছেন। আর আমি এ কথা শুনতেও চাই না। কারণ আপনি (প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস) একজন বিখ্যাত দক্ষ প্রতিষ্ঠিত মানুষ। নিরপেক্ষতা বজায় রেখে যত দ্রুত, ন্যূনতম সংস্কার করে নির্বাচনের দিকে এগিয়ে যান।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, মেজর (অব) হাফিজ উদ্দিন আহমেদ প্রমুখ।

মন্তব্য (০)





image

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বগুড়ায় ছাত্রদল নেতার ই...

বগুড়া প্রতিনিধিঃ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়...

image

‘আ.লীগ করতাম এটা প্রমাণ করতে পারলে কৃষকদল থেকে পদত্যাগ করবো’

পাবনা প্রতিনিধিঃ ‘আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিচ্ছেন আমার দলের কিছু নেত...

image

ষড়যন্ত্রের অংশ হিসাবে দেশব্যাপী নারী হেনস্তার ঘটনাঃ রিজভী

নিউজ ডেস্কঃ বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসাবে পরিচিত করতে ষ...

image

অর্থপাচার মামলায় খালাস পেলেন তারেক-মামুন

নিউজ ডেস্কঃ অর্থপাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে করা মামলায় খালাস বিএন...

image

২০২৪-এর অভ্যুত্থানের শহিদদের কবর জিয়ারত করলেন এনসিপি নেতারা

নিউজ ডেস্কঃ রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর অভ্যুত্থানের শহিদদের কবর জিয়ার...

  • company_logo