• রাজনীতি

বিএনপিকে লাল চোখ দেখাবেন না : ফজলুর রহমান

  • রাজনীতি

ছবিঃ সিএনআই

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ আন্দোলনের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের পতন ঘটানো হয়েছে বলেই আমরা প্রথমে জাতীয় সরকারের নির্বাচন দিতে হবে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এডভোকেট ফজলুর রহমান বলেছেন, এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি দুই তৃতীয়াংশ ভোট পাবে। সে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন। বিএনপিকে কোন অবস্থাতেই বঞ্চিত করা যাবেনা।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নাম উল্লেখ না করে ফজলুর রহমান বলেন,বিএনপিকে লাল চোখ দখাবেননা। খালেদা জিয়ার আঁচল দিয়ে ঢেকে রেখেছে। তিনি বলেন, বেশি বাড়াবাড়ি করবেন না। শুধু প্রধানমন্ত্রী থাকার জন্য দেশের সর্বনাশ করবেননা। অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। জনগন নির্ধারণ করবে তার বাড়ির পাহারাদার নিয়োগ দিবে। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এডভোকেট মোঃ ফজলুর রহমান।

এডভোকেট ফজলুর রহমান আরও বলেন, দেশকে যারা নতুন করে পাকিস্তানের পথে নিয়ে যেতে চায় তাদের চরিত্রের কোন পরিবর্তন হয়নি। আমরা মুক্তিযুদ্ধের বাংলাদেশ চাই। আমরা কৃষক-শ্রমিকের বাংলাদেশ চাই। এ দেশকে পাকিস্তান বানাতে দেয়া হবেনা। বিএনপির বিরুদ্ধে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। তাদেরকে তাদের প্রতিহত করতে হবে। ভোটের মাধ্যমে মুক্তিযুদ্ধের সরকার প্রতিষ্ঠা করা হবে। মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করেনা তাদের সাথে বিএনপির কোন আপস নেই। চক্রান্ত করে নির্বাচন প্রতিহত করার চেষ্টা করলে বিএনপি কাউকে ছাড় দিবে না। কোন অবস্থাতেই জাতীয় নির্বাচন বিলম্বিত করতে দেয়া হবে না।

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে কিশোরগঞ্জ জেলা বিএনপি এ জনসভার আয়োজন করে।

দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে জনসভায় দলের জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মুহাম্মদ ওয়ারেছ আলী মামুন,  সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সদস্য লাইলা বেগম এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন। বিকেল ৪টায় জনসভা শুরু হয়। এর আগে দুপুর থেকে বিভিন্ন এলাকা থেকে ব্যানার-ফেষ্টুনসহ বাদ্যযন্ত্র বাজিয়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জনসভাস্থলে আসতে থাকে। বিকেল নাগাদ বিশাল স্টেডিয়াম কানায় কানায় ভরে যায়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলামের পরিচালনায় জনসভায় জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট জালাল উদ্দিন, জাহাঙ্গীর আলম মোল্লা, এডভোকেট জালাল মোহাম্মদ গাউস, মোঃ রুহুল হোসাইন, সহ-সভাপতি মোঃ আমিরুজ্জামান,  এডভোকেট আমিনুল ইসলাম রতন, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ আবু তাহের মিয়া, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুজ্জামান কাকন,  সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ ইসরাইল , মোঃ আমিনুল ইসলাম আশফাকসহ জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা বক্তৃতা করেন।

 

মন্তব্য (০)





image

অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ ঝাড়লেন হাসনাত

নিউজ ডেস্কঃ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের নয় মাস পেরিয়ে গেলেও গণহত্যার দৃশ...

image

ঘুষের মামলায় টিউলিপ সিদ্দিককে তলব করল দুদক

নিউজ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ...

image

ব্যারিস্টার রাজ্জাকের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান

নিউজ ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব...

image

১৭ বছর পর মাকে স্পর্শ করলেন জোবাইদা রহমান

নিউজ ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জো...

image

এবার আওয়ামী লীগ নিষিদ্ধে ঐক্যজোট

নিউজ ডেস্কঃ জুলাইয়ে গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বিভিন...

  • company_logo