• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে তারুণ্যের সমাপনী উৎসব অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই মাসব্যাপী তারুণ্যের উৎসবের সমাপনী অনুষ্ঠানে উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় শহরে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

র‍্যালি শেষে তারুণ্যের উৎসবের সমাপনী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ। তিনি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসব পরিদর্শন করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের চৌদ্দটি স্টল তাদের কার্যক্রমের চিত্র প্রদর্শন করে। 

উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শনের সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, জামায়তে ইসলামী ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা হাসান কিবরিয়া, সুশাসনের জন্য নাগরিক সুজন উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সম্পাদক আতাউর রহমান, বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাসানুর রহমান সজীব প্রমুখ। 

এছাড়া, সন্ধ্যায় মেলার স্থানেই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উপস্থিত বক্তারা বলেন, "এ ধরনের উৎসব আমাদের যুব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। তরুণরা তাদের দক্ষতা ও প্রতিভা প্রদর্শন করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে, যা জাতীয় উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ তার বক্তব্যে বলেন, "এ উৎসব শুধুমাত্র একটি সাংস্কৃতিক বা বিনোদনের আয়োজন নয়, এটি আমাদের যুবকদের উদ্যোক্তা, সৃজনশীল এবং সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলার একটি উদ্যোগ। ঈশ্বরগঞ্জে আরো এমন উৎসবের আয়োজন প্রয়োজন, যাতে আমাদের তরুণরা তাদের প্রতিভাকে সমাজে কাজে লাগাতে পারে।"

মন্তব্য (০)





image

ফরিদপুরে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ কর্মশালা অ...

ফরিদপুর প্রতিনিধিঃ আগামী ১৫ মার্চ ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক...

image

ভিটামিন ‌‘এ’ প্লাস ক্যাম্পেইনে কালীগঞ্জে অবহিতকরণ সভা

গাজীপুর প্রতিনিধিঃ ১৫ মার্চ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাস্পেইন উপল...

image

পঞ্চগড়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক আটক

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শরিফুল ইস...

image

ঠাকুরগাঁও এনআইডি সেবা ইসির অধীনে রাখার দাবিতে কর্মীদের অব...

ঠাকুরগাঁও প্রতিনিধি:দাবী মোদের একটাই ইসি'র অধীনে NID চাই জাতীয় পরিচয়পত্র ...

image

বগুড়ায় বিএনপি নেতার গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় গাবতলী উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও কাগইল...

  • company_logo