
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে আইরিন খাতুন(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমেরতল এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার বাসিন্দা নানা আব্দুল হান্নানের বাড়িতে পালিত হচ্ছিল। নিহত আইরিন একই উপজেলার নাজিমখাঁন ডাংঘাট এলাকার আলা আমিন-শিউলি দম্পতির মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব কদমের তল এলাকায় একটি ওয়াজ মাহফিল হচ্ছিল। ওই রাতে শিশু আইরিনকে ঘরে রেখে আব্দুল হান্নানের বাড়ির লোকজন ওয়াজ শুনতে যান। এ সময় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই একটি এল (ষ) ঘরের ৪টি কক্ষ ও একটি রান্না ঘর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরে তালাবদ্ধ থাকা আব্দুল হান্নানের নাতনি ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে পুড়ে ছাই হয়ে যায়।
রাজরহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ আবু তাহের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘরে তালাবদ্ধ থাকা অবস্থায় আইরিন নামে এক শিশুর মুত্যু হয়েছে। এ ছাড়া আগুনে নগদ এক লাখ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহরে ভুট্টা ক্ষেত থেকে জুই খাতুন (৭) নামের এক শিশ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে খড়ের ঢিবির আগুনে পড়ে ঝলসে সহোদর ২ ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের লাইনম্যানের অবহেল...
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের লোহাগড়া উপজেলায় ঈদে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকু...
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বন্য হাতির ...
মন্তব্য (০)