
ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলায় নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকালে চিলমারী নৌ-বন্দর ফেরিঘাটে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা ও পুলিশ সুপার মোঃ মাহাফুজুর রহমান। সভায় চিলমারী ব্রহ্মপুত্র নদী সহ কুড়িগ্রাম জেলার সকল নদী সমূহে ডাকাতি প্রতিরোধকল্পে করণীয় বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এ সময় স্থানীয় জনসাধারণ নৌ পুলিশের জনবল বৃদ্ধি, নৌ পুলিশের জন্য একটি শক্তিশালী স্পিডবোট বরাদ্দ, চিলমারী জোড়গাছ হাটের দিন করে পুলিশি টহল বৃদ্ধি, ডাকাতদল কে দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবী উপস্থাপন করেন।
পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন, পুলিশ প্রশাসন সর্বোচ্চ শক্তিদিয়ে কাজ করে যাবে। সেই সাথে তিনি চিলমারী উপজেলার স্থানীয় এলাকাবাসীর সহাযোগীতা কামনা করেন। সকলের সহযোগীতায় এই অপ্রত্যাশিত ঘটনাটি যেন ভবিষ্যতে আর না ঘটে সে লক্ষ্যে সকলকে একাগ্রচিত্তে দায়িত্বশীলতার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন। পুলিশ বাহিনী তাদের দায়িত্ব যথারীতি পালন করে যাবে মর্মে জানান। এছাড়াও জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, বিগত দিনে যে ডাকাতির ঘটনা ঘটেছে সেটা অত্যন্ত দুঃখজনক, ভবিষ্যতে চিলমারী ব্রহ্মপুত্র নদে এরকম ডাকাতির ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে জেলা প্রশাসন সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন বলে তিনি জানান। তিনি আরো বলেন জনসাধারণ ইচ্ছে করলে সব কিছুই করা সম্ভব,জনগণ যদি আমাদের সহায়তা করে তাহলে ব্রহ্মপুত্র নদে আর কোন ডাকাতি হবে না বলে তিনি বিশ্বাস করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সহকারী পুলিশ সুপার, ফুলবাড়ী ও নাগেশ্বরী সার্কেল এবং চলতি দায়িত্বে উলিপুর, চিলমারী সার্কেল) মোঃ মোজাম্মেল হক, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক, ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন, চিলমারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুশাহেদ খান, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ ইমতিয়াজ কবির, সাবেক সাধারণ সম্পাদক চিলমারী উপজেলা বিএনপি মোঃ মতিন শিরিন সরকার প্রমুখ।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ চিলমারীর আছমা ছোট থেকেই ছিল মেধাবী। বিজ্ঞান ও প্রযু...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে পৌর হোল্ডিং&n...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: " মহাসড়কে দায়িত্ব পালনের সময় সরকারি পো...
ফেনী প্রতিনিধিঃ কক্সবাজার ও চট্টগ্রাম অঞ্চলের বন্যা-পরবর্তী প...
মন্তব্য (০)