
ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নে অবস্থিত চাটমোহর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে প্রতিষ্ঠানের নিজস্ব মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) আরজুমা আকতার। স্বাগত বক্তব্য দেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আঃ রহিম কালু। অনুষ্ঠানে চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু, অধ্যক্ষ মাহমুদুল আলম, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জিয়ারুল হক সিন্টু, একাডেমিক সুপারভাইজার মোঃ গোলাম মোস্তফা, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, বড়াল রক্ষা আন্দোলন কমিটির সদস্য সচিব এস এম মিজানুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রকিবুর রহমান টুকুন, সহ-সভাপতি সঞ্জিত সাহা কিংশুক, সাধারণ সম্পাদক এস এম মাসুদ রানা, দৈনিক সমকাল সম্পাদক শামীম হাসান মিলন, দৈনিক যুগান্তরের পবিত্র তালুকদার, দৈনিক নয়াদিগন্তের মোঃ নুরুল ইসলাম, আজকের পত্রিকার শুভাশীষ ভট্টাচার্য তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
একইদিন চাটমোহর বিদ্যাপীঠ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুল মাঠ বালুচরে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন আঃ সালাম সরকার।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের গ...
খুলনা প্রতিনিধিঃ খুলনার সড়ক এখন শুধু যানজট ও দুর্ঘটনার শঙ্কা...
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় পুলিশ পরিচয়ে আসামি গ্রেফতার করতে যাও...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা প্রশাসনের একহালি সভা...
লালমনিরহাট প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলা...
মন্তব্য (০)