ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়া উপজেলা প্রশাসন ও চট্টগ্রাম কর্তৃক অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
(১২ফেব্রুয়ারি) বুধবার অভিযানকালে সাতকানিয়া উপজেলার আওতাধীন মাদারবাড়ি, কেওচিয়াস্থ অবৈধ ইটভাটা নূর হোসেন ব্রিকস ম্যানুফ্যাকচারিং (N.H.B) এর আগুন নিভিয়ে ভাটার সকল কার্যক্রম বন্ধ করা হয় এবং লাইসেন্স ব্যতীত ব্রিকফিল্ড এর কোন কার্যক্রম ভবিষ্যতে চলমান রাখা যাবে না মর্মে কঠোর হুশিয়ারি বার্তা প্রদান করা হয়।
এছাড়াও অত্র উপজেলাধীন দক্ষিণ ঢেমশাস্থ গাউছিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারিং (G.B.M) এর মালিকপক্ষ এবং ম্যানেজারকেও লাইসেন্স হালনাগাদকরণ ব্যতীত ইট ভাটার কোন কার্যক্রম চালানো যাবে না মর্মে কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এই সময় সাংবাদিক ও পাশ্ববর্তী স্থানীয় ব্যক্তিবর্গদের সম্মুখে আগামী ১ (এক) মাসের মধ্যে লাইসেন্স এর কাগজপত্র হালনাগাদ করার সময় বেঁধে দেওয়া হয়। অন্যথায় তাদের কার্যক্রম নিজেরা বন্ধ করবেন মর্মে অংগীকার করেন।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দীন ফয়সল। অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিলেন আনসার সদস্যবৃন্দ ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।
এছাড়াও মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাতকানিয়া স্টেশনের সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাতকানিয়ার অভিযান অব্যাহত থাকবে জানান।
নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...
নিজস্ব প্রতিবেদকঃ গোলাম রব্বানী কর্মরত আছেন সরকারি প্রতিষ্ঠা...
নিউজ ডেস্কঃ ক্ষমতার অপব্যবহারসহ জালিয়াতির মাধ্যমে রাজধানী উন...
নিউজ ডেস্কঃ নোয়াখালীতে নামে-বেনামে ঋণ দেয়ার কথা উল্লেখ ...
নিউজ ডেস্কঃ ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্র...

মন্তব্য (০)