• অপরাধ ও দুর্নীতি

নড়াইলে সুরাইয়া শারমিন বৃষ্টি হত্যাকাণ্ড জড়িত অভিযোগে আটক ৩ জন

  • অপরাধ ও দুর্নীতি

প্রতীকী ছবি

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের সুরাইয়া শারমিন বৃষ্টির হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে নড়াইলের থেকে একজন এবং বাগেরহাট থেকে দুই জনকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে নড়াইল শহরের  যুব উন্নয়ন অফিস এলাকা থেকে সাইদুর রহমান নামের একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে স্থানীয় জনতা । আটককৃত সাইদুর রহমান নড়াইল শহরের দূর্গাপুর এলাকার আবুল কাশেম সিকদারের ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.সাজেুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহের স্থানীয় জনতা সাইদুর রহমান নামের একজনকে আটক করে আমাদের সংবাদ দেন । তাকে পুলিশি হেফাজতে নিয়েছি। এ ঘটনায় ফকিরহাট থানা পুলিশ দুইজনকে আটক করেছে বলে তিনি জানান ।

গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) সকালে ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের একটি বাড়ির পেছনের পুকুর থেকে সুরাইয়া শারমিন বৃষ্টির মরদেহ উদ্ধার করে পুলিশ।

শুক্রবার বিকালে যশোর যাওয়ার কথা বলে  বাড়ি থেকে বের হন নড়াইল সদর হাসপাতালে আউটসোর্সিং-এ চাকরিরত গৃহবধূ সুরাইয়া শারমিন বৃষ্টি (৩৩)। তার স্বামী মাহফুজ রহমান একজন ব্যবসায়ী। নিহতের মা সবেজান বেগম ১ ফেব্রুয়ারী  শনিবার নড়াইল সদর থানায় এক জিডিতে দায়ের করেন।

মন্তব্য (০)





  • company_logo