ছবিঃ সিএনআই
মাগুরা প্রতিনিধি: মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়’ এই স্লোগানকে সামনে রেখে ‘তারুণ্যের উৎসব ২০২৫’ উপলক্ষে হিফজুল কোরআন প্রতিযোগিতা পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ১২টায় মাগুরা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ অহিদুল ইসলাম বলেন, যারা আজকের এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদেরকে সামনের দিকে আরো ভালো করতে হবে এবং বিভাগীয় পর্যায়ে সফল হতে হবে, এবং যারা বিজয়ী হতে পারেনি তাদেরকে মন খারাপ না করে সামনের দিকে ভালো করতে হবে।
তিনি আরো বলেন, দেশ ও সমাজ বদলানোর কাজ আমাদের ব্যক্তি পর্যায় থেকে শুরু করতে হবে, ব্যাক্তিগত পর্যায়ে সততার চর্চা করতে হবে, নৈতিকতার চর্চা করতে হবে, অন্যায় অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আমরা এগুলো যদি ব্যাক্তি পর্যায়ে চর্চা করি তাহলে সমাজকে পরিবর্তন করতে পারবো। এ কাজ গুলো আমাদের ছোটবেলা থেকেই চর্চা করতে হবে। তাহলে আমরা নতুন দেশ গড়ার যে স্বপ্ন দেখেছি সেটা সফল হবে।
মাগুরা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ বলেন, হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৪ উপজেলা থেকে বিজয়ীদের নিয়ে আজকের এই জেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, এখানে যারা বিজয়ী হয়েছে তাদেরকে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করতে হবে এবং বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে, জাতীয় পর্যায়ে বিজয়ীদের মাননীয় প্রধান উপদেষ্টা পুরস্কার প্রদান করবেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাগুরা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আলী আশরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম সডহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলা শিশুশ্রম পরিবীক্ষন কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে তিন সন্তানের জ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে প্রতিবন্ধী শাবলু(৪৩) নামের এক...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০) নামে এক...
গোপালপুর প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, ...
মন্তব্য (০)