ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারীর টেক এলাকার একটি মৎস্য খামারের পুকুর পাড়ের কচুরিপানার নিচ থেকে রিক্সা চালকের মরদেহ উদ্ধারের পর মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন করা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল।
সোমবার ( ৩ ফেব্রুয়ারী) দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পুলিশ সুপার জানান, গত ৩০ জানুয়ারি বিকালে পাশের রাজবাড়ী জেলার সদর উপজেলার আন্দারমানিক এলাকার রিক্সা চালক ফরহাদ প্রামানিকের রিক্সাটি গোয়ালন্দ এলাকা থেকে তিন ব্যক্তি ভাড়া নিয়ে ফরিদপুর সদর উপজেলার কাচারীর টেক এলাকায় নিয়ে আসে। সেখানে তাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর পুকুরের পাড়ে মরদেহ কচুরিপানা ও কলার পাতা চাপা দিয়ে রাখে। ৩১ জানুয়ারি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশ উদ্ধার করে ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ।
তিনি জানান, গত ১ ফেব্রুয়ারি নিহতের বাবা সত্তার প্রামানিক বাতিল হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করে। পুলিশ মামলা দায়েরের চব্বিশ ঘন্টার মধ্যে ঘটনার সাথে সম্পৃক্ত দুইজনকে আটক করলে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। এ ঘটনায় আরও দুইজনকে খুঁজছে পুলিশ।
পুলিশ সুপার আরো জানান, আটককৃতরা মাদকাশক্ত। রিক্সা ছিনতাই এর উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়। পরে তারা রিক্সার ব্যাটারি ও রিক্সার ভগ্নাংশ ভাঙ্গাড়ীর দোকানে মাত্র ১১ হাজার টাকায় বিক্রি করে। তিনি জানান, নেশার টাকা জোগাড় করতেই তারা ওই রিকশাচালকে হত্যা করে বলে পুলিশের কাছে স্বীকার করেছে।
গাজীপুর প্রতিনিধি: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রবিবার (২ ফে...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নকে বাল্যবিবা...
গাজীপুর প্রতিনিধিঃ পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, বিশ্ব ইজতেমায় আইন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে চ...
ফরিদপুরপ্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে আহত হন ফরিদপুরের স...
মন্তব্য (০)