• প্রশাসন

বৈষম্যবিরোধী  ছাত্র আন্দোলনে আহত সাজিদের পাশে ফরিদপুরের এসপি

  • প্রশাসন

ছবিঃ সিএনআই

ফরিদপুরপ্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গিয়ে আহত হন ফরিদপুরের সাজিদ মন্ডল।

সাজিদ মন্ডল ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ধুলদি গোবিন্দপুর গ্রামের বাসিন্দা ও ইজিবাইক চালক জাহাঙ্গীর মন্ডলের ছেলে। সাজিদ পলিটেকনিক ইনস্টিটিউটের ১ম বর্ষের ছাত্র। দুই বোন এক ভাইয়ের মধ্যে তিনি ছোট।

জানা যায়, শহরের থানা রোড এলাকায় পুলিশের সাউন্ড গ্রেনেড আর কাঁদানে গ্যাসের শিকার হন তিনি। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসা নিয়েও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি এখনও দিন-রাত বিছানায় শুয়ে যন্ত্রণায় কাটছে তার জীবন। টাকার অভাবে ভালোভাবে চিকিৎসাও করাতে পারছেন না।

রোববার ( ২৬ জানুয়ারি)  সাজিদ মন্ডলকে দেখতে তার বাড়িতে  যান ফরিদপুরের পুলিশ সুপার(এসপি) মো. আব্দুল জলিল।

এ সময় পুলিশ সুপার  তার শারিরীক অবস্থার খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া তার ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন এসপি।

সাজিদ মন্ডলের বাবা জাহাঙ্গীর মন্ডল জানান, সাজিদের ডান হাতের আঙুল, বাম হাতের মাঝ বরাবর ও ডান পায়ের গোড়ালির থেকে টাকনুর মাঝামাঝি ভেঙে গেছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অস্ত্রোপচার করে রড ঢুকিয়ে দিয়েছে। এখন বাসায়। ৩/৪ মাস পর হাসপাতাল থেকে রডের স্ক্রু খুলতে যেতে হবে। এক বছর পর বড় একটি অপারেশন করতে হবে। কিন্তু আমি এই চিকিৎসার ব্যায় কিভাবে চালাবো?  হিমশিম খাচ্ছি। 

এ বিষয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, সাজিদের খোঁজখবর নেয়া হয়েছে, পরিবারের সদস্যদের সাথে কথা বলেছি। এখনো তারা কোনো মামলা করেনি। হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের কথা বলা হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়া সাজিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করা হয়েছে। 

মন্তব্য (০)





image

অনিয়ম করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবেঃ ফরিদপুরে ঢাকা রে...

ফরিদপুর প্রতিনিধিঃ ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, পুলিশ সদস্য...

image

চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে সম্প্রতি ককটেল বিষ্ফোরণের ঘটনা...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ত...

image

কুড়িগ্রামের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ভূরুঙ্গামারী থানার ওসি...

‎কুড়িগ্রাম প্রতিনিধিঃ ‎কুড়িগ্রাম জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচ...

image

ইউএনও’র সহযোগীতায় ভর্তির সুযোগ পেয়ে নতুন স্বপ্ন বুনছে আছমা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ চিলমারীর আছমা ছোট থেকেই ছিল মেধাবী। বিজ্ঞান ও প্রযু...

image

রাজারহাটে শিশু ফাহিমকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ৫ বছরের ...

  • company_logo