ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্তে একজন বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ) বাহিনী তুলে নেওয়ার প্রতিবাদে ভারতীয় এক কৃষককে ধরে এনে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির হাতে তুলেছিল স্হানীয় কয়েকজন বাংলাদশী নাগরিক। পরে পতাকা বৈঠকে উভয়কে নিজ নিজ বাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় সীমান্তে উত্তেজনা দেখা দিয়েছিল। তবে শান্তিপূর্ণ ভাবে সমস্যা মিটিয়ে ফেলেছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে আজ শুক্রবার সকাল ১০টার দিকে বিরলের ধর্মপুর ইউনিয়নের এনায়েতপুর বিওপি ক্যাম্পের পাশে দ্বীপনগর গ্রামের ৩২৩ মেইন পিলারসংলগ্ন এলাকায় ফসলি জমিতে কাজ করছিল আলামিন নামে একজন বাংলাদেশীকে নাগরিক। তাকে ক্ষেত থেকে তুলে নিয়ে যায় ৬ জন বিএসএফ সদস্য। আল আমিন দ্বীপ নগর গ্রামের আইজ উদ্দিনের ছেলে।
এখবর ছড়িয়ে পড়লে সীমান্ত এলাকা থেকে নারায়ণ চন্দ্র রায় (৪৫) নামে একজন ভারতীয় কৃষককে আটক করে বিজিবির হাতে তুলে দেয় স্হানীয়রা। ভারতীয় ওই কৃষক পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি থানার পূর্ব মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা।
বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম জানান, আল আমিনকে তুলে নিয়ে যাওয়ার আগে সীমান্ত ডিঙ্গিয়ে ৫ ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেছিল। ধাওয়া করে তাদের কাউকে আটকাতে না পেরে পলাতক দলের সদস্য ভেবে আলামিনকে তুলে নিয়ে গিয়েছিল বিএসএফ।
বিকাল সাড়ে ৩টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে আলামিনকে ফেরত দিয়েছে বিএসএফ। অন্যদিকে ভারতীয় নাগরিক নারায়ণ চন্দ্র রায়কে বিএসএফের কাছে ফেরত দিয়েছেন তারা।
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারীর ট...
গাজীপুর প্রতিনিধি: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রবিবার (২ ফে...
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নকে বাল্যবিবা...
গাজীপুর প্রতিনিধিঃ পুলিশের আইজিপি বাহারুল আলম বলেছেন, বিশ্ব ইজতেমায় আইন...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন স্থান থেকে চ...
মন্তব্য (০)