ফাইল ছবি
পাবনা প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে সাদিব (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় সিএনজির যাত্রী সাংবাদিক আশিক ইকবাল রাসেলসহ ৬ জন আহত হয়েছেন।
শুক্রবার (২৪জানুয়ারি) দুপুরের দিকে উপজেলার সাঁথিয়া-পুন্ডুরিয়া আঞ্চলিক সড়কের আফড়া শামুকজানি বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিব উপজেলার করমজা ইউনিয়নের আফড়া নদীশুকা গ্রামের ফারুক হোসেনের ছেলে।
গুরুতর আহত সিএনজি চালক সাঁথিয়ার লক্ষীপুর গ্রামের জয়েন খাঁ মোল্লার ছেলে মাহতাব উদ্দিন (৫০) কে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশা সাঁথিয়া থেকে যাত্রী নিয়ে উপজেলার সাঁথিয়া-পন্ডুরিয়া স্থানীয় সড়কের আফড়া শামুকজানি বাজারের নিকট পৌঁছালে শিশু সাদিব সড়ক পাড় হওয়ার সময় অটোরিকশার সামনে দিয়ে দৌঁড় দেয়।
এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোড়ে ধাক্কা দিলে সাদিব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। এ সময় সিএনজিটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গেলে চালক মাহতাব ও দৈনিক ভোরের দর্পণের প্রতিনিধি আশিক ইকবাল রাসেলসহ ছয়জন আহত হন। আহতদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত শিশু সাদিবের বাবা ফারুক হোসেন জানান, আজ সাদিবের জন্মদিন ছিল। ছেলের জন্মদিন পালন করার জন্য বাড়িতে আয়োজনও করা হয়েছিল। কিন্ত পালন করা হলো না। এর চেয়ে দুঃখের আর কিছু নেই।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলা শিশুশ্রম পরিবীক্ষন কমিটির ৬ষ্ঠ সভা অনুষ্...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে গলায় ফাঁস দিয়ে তিন সন্তানের জ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে প্রতিবন্ধী শাবলু(৪৩) নামের এক...
বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০) নামে এক...
গোপালপুর প্রতিনিধি: এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, ...
মন্তব্য (০)