• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানল ভয়াবহ আকার ধারণ করেছে

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানল আরও ভয়াবহ আকার ধারণ করেছে। স্থানীয় দমকল প্রধান অ্যান্থনি ম্যারোন বলেছেন, প্যালিসেডসের আগুনে ৫ হাজার একরেরও বেশি জমি পুড়ে গেছে এবং আগুন ক্রমশ বাড়ছে।

আগুনে প্রায় এক হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এখন পর্যন্ত নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছে কয়েক ডজন মানুষ।

বিবিসি বলছে, ঝোড়ো বাতাসের কারণে মঙ্গলবার কয়েক ঘণ্টার মধ্যে আগুন ভয়াবহ হয়ে ওঠে। এতে লস অ্যাঞ্জেলেসের অভিজাত এলাকা প্যাসিফিক পলিসেডসের দিকে ধেয়ে আসে আগুন। এই এলাকায় জেনিফার অ্যানিস্টোন, ব্রাডলি কুপার, টম হ্যাঙ্কস, রিজ উইদারস্পুন, অ্যাডাম স্যান্ডলার, মাইকেল কিটনসহ অনেক হলিউড তারকার বাড়ি রয়েছে।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরের ভয়ার্ত বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। তড়িঘড়ি করে যাওয়ার জন্য নিজেদের গাড়ি পেছনে ফেলে ছুটছেন তারা।

শহরের পশ্চিম দিকের বসতি ঘিরে আগুন এগিয়ে আসায় ৩০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার মালিবু শহরের সীমান্তবর্তী প্যাসিফিক পলিসেডস এলাকার এক পাশে সান্তা মনিকা পাহাড় এবং অন্যদিকে রয়েছে প্রশান্ত মহাসাগরের সৈকত। উপকূল ধরে যে মহাসড়ক গেছে, সেটিই শহর থেকে বেরোনোর প্রধান পথ। আগুনের শিখা এগিয়ে আসায় এই মহাসড়ক দিয়ে বেরিয়ে যাওয়ার সুযোগও সীমিত হয়ে এসেছে।

মার্শা হোরোভিৎজ নামের এক বাসিন্দা বলেন, অগ্নিনির্বাপককর্মীরা লোকজনকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলছেন। কারণ, দমকা হাওয়াসহ আগুনের শিখা কখনো কখনো ঘণ্টায় ১৬০ কিলোমিটারের বেশি গতিতে ধেয়ে আসছে। মহাসড়কের একটি এলাকায় গাড়ি রেখেছেন বহু মানুষ। সেদিকেই আগুন আসছে বলে মার্শা হোরোভিৎজ জানান।

প্যাসিফিক পলিসেডসের আরেক বাসিন্দা এবিসি নিউজকে বলেন, উদ্ধার তৎপরতার কথা জানতে পেরে তিনি হলিউডে নিজের কাজের জায়গা থেকে দ্রুত বাসায় চলে আসেন। গাড়ি ফেলে তিনি বাসায় ছুটে যান নিজের বিড়ালটিকে রক্ষা করার জন্য। যখন নিরাপদ এলাকার জন্য ছুটছিলেন, সে সময় জ্বলতে থাকা পামগাছের একটি টুকরা তার ওপর এসে পড়ে।

ঘরবাড়ি ও অন্যান্য সম্পদ রেখে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, এমন তারকাদের মধ্যে রয়েছেন হলিউডের অভিনেতা জেমস উডস। প্যাসিফিক পলিসেডসের আরেক বাসিন্দা অভিনেতা স্টিভ গুটেনবার্গ লোকজনের প্রতি গাড়ি ফেলে আসার সময় সেটির ভেতরে চাবি রেখে আসার আহ্বান জানিয়েছেন। অগ্নিনির্বাপণের কাজে ব্যবহৃত গাড়িগুলোকে পথ করে দিতে গাড়ি সরানোর দরকার হলে তা যেন সম্ভব হয়, সে জন্য এ আহ্বান জানিয়েছেন তিনি।

মন্তব্য (০)





image

নেতানিয়াহুর পদত্যাগ চান ৬২ শতাংশ ইসরাইলি নাগরিক

আন্তর্জাতিক ডেস্কঃ হামাসের ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা এবং নাগরিকদের যথ...

image

চ্যাম্পিয়ন্স ট্রফিঃ ১২ হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়...

আন্তর্জাতিক ডেস্কঃ একুশ শতকে এই প্রথম আইসিসির কোনো ইভেন্ট আয়োজন করতে যাচ...

image

হুথি বিদ্রোহীদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত ...

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন&rs...

image

লস অ্যাঞ্জেলসে ফের ছড়িয়ে পড়েছে দাবানল

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ফের একটি দাবানল ছড়িয়ে প...

image

লেবাননে হিজবুল্লাহ শীর্ষ কমান্ডার হাম্মাদি গুলিতে নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের পূর্বাঞ্চলে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার শেখ ম...

  • company_logo