• অপরাধ ও দুর্নীতি

ঈশ্বরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১১

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১জন আসামীকে গ্রেফতার করেছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করেছে। বুধবার (০৮ জানুয়ারি ২০২৫) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মাদক, সাঁজাপ্রাপ্ত আসামী, ওয়ারেন্ট এবং সন্ত্রাস বিরোধী আইন মামলার রিমান্ড ফেরত আসামী রয়েছে।

গ্রেফতারকৃতরা হল, উপজেলা সোহাগী ইউনিয়নের চট্টি গ্রামের মৃত কাজী নূরুল হকের ছেলে কাজী মাহাবুবুল হক নাহিন (৩১)কে ৫০ পিস ইয়াবা সহ, দুই বছরের সাঁজাপ্রাপ্ত আসামী পৌর শহরের দত্তপাড়া গ্রামের মৃত চানহর আলীর ছেলে নয়ন মিয়া (৩৭), ওয়ারেন্টভুক্ত সোহাগী ইউনিয়নের বৃ-কাঠালিয়া গ্রামের শাহেদ আলী ছেলে হান্নান মিয়া (৪৫), ঝিগাতলা গ্রামের দুদু মিয়ার স্ত্রী আনিছা আক্তার (৬০), ছেলে আবুল কালাম (৩৫), জাটিয়া ইউনিয়নের সুটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫), আনিস মিয়া (৩০), দানেশ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৫২)। এছাড়াও সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান আপন (১৯), বড়হিত ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিয়ন (২০), মাইজবাগ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ওয়াদুদ হাসান নয়ন (৩৬)কে রিমান্ড শেষে আদালতে সোপর্দ করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ থানা পুলিশের নিয়মিত অভিযান ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করে এই অভিযান পরিচালনা করা হয়। তাদের এই অভিযানের মাধ্যমে এলাকার অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এবং সমাজের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হবে। 

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান জানান, ময়মনসিংহ জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, এই অভিযানটি পুলিশ বাহিনীর সুনির্দিষ্ট কৌশল এবং জনগণের সহযোগিতায় সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা ঈশ্বরগঞ্জ থানার পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবো এবং এলাকায় অপরাধ নির্মূলে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।

মন্তব্য (০)





image

বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছেন...

নিউজ ডেস্কঃ বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখিয়ে শত শত শিক্ষার্থীর কাছ থেকে ...

image

বগুড়ায় শশুর-পুত্রবধুকে হত্যা: ডাকাত সর্দারসহ গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার দুপচাঁচিয়ায় শ্বশুর ও পুত্রবধুকে শ্বাসরোধে হত্যা ...

image

এবার বিএসবির খায়রুল বাশার ১০ দিনের রিমান্ডে

নিউজ ডেস্কঃ রাজধানীর গুলশান থানার অর্থপাচার মামলায় বিএসবি গ্লোবাল নেটওয়া...

image

ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু নারায়ণগঞ...

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের ...

image

ফরিদপুরে মোবাইল ব্যাংকিং প্রতারণা চক্রের হোতাসহ আটক ৫

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সেনা ক্যাম্প এবং পুলিশের সমন্বয়ে পরিচালিত যৌথ...

  • company_logo