• লিড নিউজ
  • জাতীয়

নওগাঁয় দুইদিন যাবত দেখা নেই সূর্যের, তাপমাত্রা ১১.৭ ডিগ্রি

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় গত দুইদিন যাবত সূর্যের দেখা নেই। সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গে নামছে ঘন কুয়াশার দাপট। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এছাড়া উত্তরের হিমেল হওয়া শীতের সেই তীব্রতাকে আরো কয়েক গুন বাড়িয়ে দিয়েছে। বৃষ্টির মতো ঝরা শিশিরের সঙ্গে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডা জবুথবু হয়ে পড়েছে জেলার মানুষ। স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রেণির মানুষগুলো।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক  ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এরআগে গতকাল তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সরেজমিন ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশায় ঢেকে আছে চারপাশ। রাস্তাঘাট ছিল প্রায় জনশূন্য। যারা জরুরি প্রয়োজনে বাইরে বের হয়েছেন, তাদের অনেকেই শীতের কারণে বিপাকে পড়েছেন। বিশেষ করে ভ্যান চালক, রিকশা চালক, মোটরসাইকেল বা সাইকেলে চলাচল করেন তাদের জন্য কুয়াশা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলের সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। ঘন কুয়াশার কারনে ঘটছে দুর্ঘটনাও। গত দুই দিনে এই জেলায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

এদিকে শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতজনিত রোগ। নওগাঁ সদর হাসপাতাল ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স গুলোতে বাড়ছে শীতজনিত রোগীদের ভিড়। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দি, কাশি, নিউমোনিয়া, ডায়েরিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

সদর উপজেলার শিবপুর ব্রিজ এলাকার রিকশা চালক বলন, এত বেশি শীত পড়েছে এর কারনে রিকশা চালানো যাচ্ছে না। হাত-পা শিটকা লেগে যাচ্ছে। মানুষ ঘরের বাইরে বের হচ্ছে না এই কারনে ভাড়া কমে গেছে। এতে সংসা চালাতে খুব সমস্য হচ্ছে। নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, বুধবার (১১ডিসেম্বর) জেলায় সর্বনিমন তাপমাত্রা ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন থেকেই তাপমাত্রা ০৯ থেকে ১২ডিগ্রির ঘরে উঠানামা করছে। বর্তমান তাপমাত্রা আগামী আরো দুই-একদিন অব্যাহত থাকতে পারে বলে তিনি জানান । 

মন্তব্য (০)





image

আজ শুভ বড়দিন

নিউজ ডেস্কঃ আজ বুধবার (২৫ ‍ডিসেম্বর) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে...

image

শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে নতুন বছর: আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ার শৈত্যপ্রবাহ চলছ...

image

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে চালু হলো যাত্রীবাহী ‘রূপ...

বেনাপোল প্রতিনিধিঃ প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে &lsqu...

image

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পরিকল্পিত না নাশকতা!

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগু...

image

শীতের মধ্যে ফের বৃষ্টির আভাস: আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলে ফের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেইসঙ্...

  • company_logo