• লিড নিউজ
  • জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পরিকল্পিত না নাশকতা!

  • Lead News
  • জাতীয়

ছবিঃ সিএনআই

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনের লেলিহান শিখায় কয়েক শতাধিক বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। উক্ত ঘটনায় দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু ৪/৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে উখিয়া ১নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্হায়ীরা বলেন, "রোহিঙ্গা ক্যাম্পে আগুন দেওয়ার ঘটনা অনেকটাই পরিকল্পিত ও নিজেদের 

আন্তঃকোন্দল। এছাড়া দাতা সংস্থার বাজেট সংকট হলেই একটি পক্ষ এই ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়। এতে অনেক মালামাল সরবরাহকারী প্রতিষ্ঠান এর কর্ণদার ও ইন্দন থাকে। এছাড়া কিছু ঘটনা আবার সন্ত্রাসী গোষ্ঠীর নাশতা"

 

তথ্যসূত্রে  জানা যায়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উখিয়া উপজেলা লম্বাশিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের সি-বল্কে আগুনের এই সুত্রপাতটি সংঘটিত হয়েছে বলে জানিয়েছন ক্যাম্পের আশেপাশে থাকা স্থানীয় বাসিন্দারা।

এদিকে আগুন লাগার সত্যতা  নিশ্চিত করেছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফ হোসাইন।

তিনি জানান, ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বেশকিছু ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে দুপুর দেড়টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। উক্ত ঘটনায় দুই রোহিঙ্গা শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত শিশুদের নাম ঠিকানা পাওয়া যায়নি। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল কাজ করছে বলেও জানান তিনি।

এবিষয়ে জানতে চাইলে পার্শ্ববর্তী রোহিঙ্গা ক্যাম্পের বেশ কয়েকজন রোহিঙ্গা বলেন, আগুনের লেলিহান শিখায় প্রায় ৪শ' থেকে ৫'শ ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।

এব্যাপারে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান ডা.মোহাম্মদ জোবায়ের সময়ের কন্ঠস্বরকে বলেন শরণার্থী শিবিরে উক্ত আগুন লাগার ঘটনায় কয়েক শ' বাড়িঘর পুড়ে গেছে এবং দুই শিশুর মৃত্যু হয়েছে। ৪,৫ জন জন আহত হয়েছে বলেও জানান তিনি'। 

মন্তব্য (০)





image

আজ শুভ বড়দিন

নিউজ ডেস্কঃ আজ বুধবার (২৫ ‍ডিসেম্বর) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে...

image

শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হতে পারে নতুন বছর: আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ার শৈত্যপ্রবাহ চলছ...

image

পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে চালু হলো যাত্রীবাহী ‘রূপ...

বেনাপোল প্রতিনিধিঃ প্রথমবারের মতো পদ্মা সেতু হয়ে বেনাপোল-ঢাকা রুটে &lsqu...

image

শীতের মধ্যে ফের বৃষ্টির আভাস: আবহাওয়া অধিদপ্তর

নিউজ ডেস্কঃ দেশের বিভিন্ন অঞ্চলে ফের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেইসঙ্...

image

গাজীপুরে কারখানার গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে নিট এশিয়া লিমিটেড কারখানার গুদাম...

  • company_logo