ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ অ্যাডিলেইড টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে অস্ট্রেলিয়া। ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় টেস্টে সিরিজে সমতা আনল অজিরা। এ পরাজয়ে শীর্ষস্থান থেকে এক ধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছে ভারত।
ভারতের দেওয়া মাত্র ১৯ রানের লক্ষ্য তাড়া করতে অস্ট্রেলিয়ার ওপেনার নাখান ম্যাকসুইনি ও উসমান খাজা কোনো সমস্যাই অনুভব করেননি। ২০ বলেই জয় তুলে নেয় অসিরা। ভারতীয় ক্রিকেট ইতিহাসে টেস্টে এতো কম রান তাড়া করে কখনো জেতেনি কোনো দল।
এ জয়ে অস্ট্রেলিয়া তাদের পয়েন্ট দাঁড় করিয়েছে ১০২-এ, জয়ের হার ৬০.৭১ শতাংশ। অন্যদিকে, ভারতের জয়ের হার কমে দাঁড়িয়েছে ৫৭.২৯ শতাংশে, যা তাদের টেবিলের তৃতীয় স্থানে ঠেলে দিয়েছে। দক্ষিণ আফ্রিকা ৫৯.২৬ শতাংশ জয়ের হার নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষ তিন দলের পর শ্রীলঙ্কা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে।
এ হারের ফলে ভারতের জন্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানো এখন কঠিন হয়ে পড়েছে। রোহিত শর্মার দলকে সিরিজে ৪-১ ব্যবধানে জিততেই হবে, নতুবা নির্ভর করতে হবে পরিসংখ্যান ও অন্য দলের পারফরম্যান্সের ওপর।
ডব্লিউটিসি ২০২৩-২৫ পয়েন্ট টেবিল:
অস্ট্রেলিয়া: ১০২ পয়েন্ট (৬০.৭১ শতাংশ)
দক্ষিণ আফ্রিকা: (৫৯.২৬ শতাংশ)
ভারত: (৫৭.২৯ শতাংশ)
শ্রীলঙ্কা: (৫০ শতাংশ)
ইংল্যান্ড: (৪৫.২৪ শতাংশ)
নিউজিল্যান্ড: (৪৪.২৩ শতাংশ)
পাকিস্তান: (৩৩.৩৩ শতাংশ)
বাংলাদেশ: (৩২.২৫ শতাংশ)
ওয়েস্ট ইন্ডিজ: (২৪.২৪ শতাংশ)
স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার পুরস্...
স্পোর্টস ডেস্কঃ লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্...
স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগার সিংহাসন নিয়ে ভালোই লড়াই চলছে। নভেম্বর...
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাকি সবাই যখন ব্যর্...
স্পোর্টস ডেস্কঃ পার্টি গ্যালারিতে স্টাসি বালকম্বেবেশ প্রশ্ন করলেন, আপনাদের অধ...
মন্তব্য (০)