ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ বরাবরের মতো এই ম্যাচেও হতাশ করলেন কিলিয়ান এমবাপ্পে। পেনাল্টি মিস করলেন তিনি আবারও।
যদিও পরে সমতায় ফিরে তারা। কিন্তু ফেদে ভালভার্দের ভুলের মাশুল দিতে হয়েছে শেষদিকে। ফলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে রিয়াল মাদ্রিদকে।
আথলেতিক বিলবাওয়ের মাঠে গতকাল রাতে লা লিগায় ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আলেক্স বেরেনগার গোলে এগিয়ে যায় বিলবাও। পরে রিয়ালকে সমতায় ফেরান জুড বেলিংহ্যাম। শেষদিকে গোর্কা গুরুজেটার গোলে জয় নিশ্চিত করে বিলবাও।
ম্যাচের শুরুতেই সুযোগ পায় রিয়াল। চতুর্দশ মিনিটে বল জালে পাঠান এমবাপ্পে। অফসাইডের কারণে বাতিল হয় গোল। কিন্তু এর আগে জটলায় পড়ে যান রদ্রিগো। পেনাল্টির আবেদন করে রিয়াল। কিন্তু সেটিও নাকচ করে দেন রেফারি। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ পায় তারা। কিন্তু গোলের দেখা মেলেনি।
বিরতির পর এগিয়ে যায় বিলবাও। ৫৪তম মিনিটে নিকো উইলিয়ামসের দারুণ ক্রস থেকে গোলটি করেন বেরেনগা। যদিও ক্রসটি শুরুতে আটকে দেন থিবো কোর্তোয়া। কিন্তু নিয়ন্ত্রণে নিতে পারেননি। ছুটে যাওয়া বল জালে পাঠান বিলবাও ফরোয়ার্ড।
৬৮তম মিনিটে বক্সে ফাউলের শিকার হন রুডিগার। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক নিতে ব্যর্থ হন এমবাপ্পে। ৭৮তম মিনিটে বেলিংহ্যামের গোলে সমতায় ফেরে রিয়াল। এমবাপ্পের শট গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমূক্ত করতে পারেননি। ছুটে আসা বল ফাঁকা জালে পাঠিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার।
দুই মিনিটের মধ্যেই ফের এগিয়ে যায় বিলবাও। রিয়ালের বক্সের কাছাকাছি ফেদে ভালভার্দের ভুলে বল পেয়ে যায় গুরুজেটা। টেনে নিয়ে সহজেই জাল খুঁজে নেন তিনি। পরবর্তীতে আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বিলবাও।
পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার কথা থাকলেও এই হারে পিছিয়ে গেল সেটি। ১৫ ম্যাচে ১০ জয় ও তিন ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রিয়াল। এক ম্যাচ বেশি খেলা বার্সেলোনা ৩৭ পয়েন্ট নিয়ে আছে শীর্ষে। ২৯ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বিলবাও।
স্পোর্টস ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাঠেই টি-টোয়েন্টিতে ধবলধোলাই করার পুরস্...
স্পোর্টস ডেস্কঃ লম্বা সময়ের জন্য ছিটকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্...
স্পোর্টস ডেস্কঃ স্প্যানিশ লা লিগার সিংহাসন নিয়ে ভালোই লড়াই চলছে। নভেম্বর...
স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বাকি সবাই যখন ব্যর্...
স্পোর্টস ডেস্কঃ পার্টি গ্যালারিতে স্টাসি বালকম্বেবেশ প্রশ্ন করলেন, আপনাদের অধ...
মন্তব্য (০)