ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহে গ্রাম পুলিশদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে জামালপুর জেলা পুলিশ। রবিবার (০১ ডিসেম্বর ) বিকেলে মেলান্দহ থানা চত্বরে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদুজ্জামান, সেকেন্ড অফিসার হুমায়ুন কবির, মাহমুদপুর তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মাহবুর রহমান, এসআই শফিকুল ইসলাম, এএসআই রুবেল, এ এসআই দীলিপ কুমারসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
শীত বস্ত্র বিতরণ শেষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, গ্রাম পুলিশদেরকে আইনশৃঙ্খলা রক্ষায় বর্তমান প্রেক্ষাপটে আরও পেশাদারিত্ব ও জোর তৎপরতা নিয়ে কাজ করার জন্য নির্দেশ প্রদান করেন এবং সেই সাথে গ্রামের সকল প্রকার অপরাধের তথ্য দিয়ে থানার পুলিশকে সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান। গ্রাম এলাকায় রাত্রিকালীন চুরি, ডাকাতি, মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং অপরাধ প্রতিরোধে ও আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকালশ অপরিহার্য। শীতের মৌসুমে পর্যাপ্ত শীতবস্ত্র না থাকলে রাত্রীকালীন ডিউটি করা গ্রাম পুলিশদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়ে। তাই আমাদের জেলা পুলিশের ক্ষুদ্র প্রচেষ্টা।
জেলা পুলিশের আয়োজনে মেলান্দহ উপজেলার ১১টি ইউনিয়নের ৮৯ জন গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
নওগাঁ প্রতিনিধি: চলতি শীত মৌসুমে উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে কনকনে শীতের...
ঈশ্বরগঞ্জ প্রতিনিধিঃ অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য নানা ষড়যন্ত...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপির উদ্যোগে শীতার্দদের মাঝে শ...
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর সদর উপজেলায় নবজাতক উদ্ধারের ঘটনায় আলোচিত মা রুমা আ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল...
মন্তব্য (০)