• লিড নিউজ
  • আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বিমান হামলায় নিহত ৪৭

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ৪৭ জন নিহত হয়েছেন। এই হামলা বৃহস্পতিবার (২১ নভেম্বর) পরিচালিত হয়। লেবাননের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান সমর্থিত হিজবুল্লাহকে যুদ্ধবিরতির জন্য চাপ দিতে ইসরায়েল এমন হামলা চালিয়েছে। মার্কিন মধ্যস্থতাকারী আমোস হোস্টেইন গত মঙ্গলবার লেবানন সফর করেন এবং সেখানে তিনি যুদ্ধবিরতির আলোচনা হওয়ার কথা জানান।

তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। লেবাননের ওই কর্মকর্তা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে কিছু পরিবর্তন চাওয়া হয়েছে। বিশেষ করে, দক্ষিণ লেবানন থেকে যত দ্রুত সম্ভব ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে নিশ্চয়তা চাওয়া হয়েছে।

গাজায় এক বছর ধরে চলা যুদ্ধে ইরান সমর্থিত হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষ বন্ধ করতে বেশ জোরালো কূটনৈতিক তৎপরতা চলছে। লেবাননের বালবেক হারমেল প্রদেশের গভর্নর বাছের খদর জানান, ইসরায়েলি হামলায় বালবেক অঞ্চলে ৪৭ জন নিহত এবং ২২ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, উদ্ধার অভিযান চলমান রয়েছে।

সিরিয়ার সীমান্তের কাছে অবস্থিত এই অঞ্চলটি হিজবুল্লাহর দখলে রয়েছে। সেপ্টেম্বর মাস থেকে ওই অঞ্চলে ইসরায়েলি হামলা শুরু হলে, অনেক বাসিন্দা এলাকা ছেড়ে অন্যত্র চলে যান।ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর অবকাঠামোকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে, এবং হামলার আগেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল।

মন্তব্য (০)





image

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসী আস্তানা লক্ষ্...

image

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে...

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিমানবন্দর, সেতু, সড়ক ও রেলপথ...

image

রাশিয়ার পক্ষে যুদ্ধে নেমে উত্তর কোরিয়ার তিন হাজার সেনা ...

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে রাশিয়ার পক্ষে ...

image

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৮

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ...

image

ইরানে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে...

  • company_logo