
ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সেনানিবাসে নানা আয়োজনে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস ২০২৪ । বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়ার আয়োজনে অনুষ্ঠানে সংবর্ধনা দেয়া হয় ৪০ জন বীর মুক্তিযোদ্ধাকে।প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে সংবর্ধনা উপহার তুলে দেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল খালেদ আল মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি।
পাশাপাশি তিনি অভ্যর্থনা জানান অনুষ্ঠানে আগত সকল অতিথিদেরকেও। সশস্ত্র বাহিনী দিবসে প্রধান অতিথি মেজর জেনারেল খালেদ আল মামুন তার স্বাগত ভাষণে মুক্তিযুদ্ধে বগুড়া অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূঁয়সী প্রশংসা করেন। তিনি বগুড়া অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সশস্ত্র বাহিনী দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে। একই সাথে জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবিলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর অবদান তুলে ধরেন।
সেই সাথে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধারা ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ। পরিশেষে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীর সুসজ্জিত বাদ্যদলের বিশেষ পরিবেশনা অনুষ্ঠিত হয়।
নিউজ ডেস্কঃ বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ...
ফরিদপুর প্রতিনিধি: ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও ২৫শে মার্চ গনহ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলার ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহি...
নওগাঁ প্রতিনিধি: প্রথমবারের মতো নওগাঁর মান্দা উপজেলার সতিহাটের নীলকুঠি এলাকায়...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিয...
মন্তব্য (০)