ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে শহরের জয়দেবপুর রেলক্রসিংয়ে ফুটওভার ব্রীজসহ শহরের রাস্তা মেরামতের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গাজীপুর ডিসি অফিসের সামনে রানী বিলাস মনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আয়োজনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ওই স্কুলের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ গ্রহণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন মিয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক জসীম উদ্দীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক আবু জাফর মুহাম্মদ সালেহ, মোখলেছুর চৌধুরী, নাসরিন আঞ্জুমান রুনী, গাজীপুর পিটিআই’র সহকারী সুপার সুলতান উদ্দিন মুকামি, শিক্ষার্থী শেখ আবু রায়হান, আব্দুল্লাহ, আদিব মাহমুদ প্রমূখ।
এ সময় মানববন্ধন অংশগ্রহনকারীরা শহরের শিক্ষার্থী ও জনগন যেন নিরাপদে রাস্থায় চলাচল করতে পারে সেজন্য রেলক্রসিং ফুটওভার ব্রীজ, স্কুলের সামনে সিএনজি, অটোরিকশা যানজট নিরসন, দ্রুত রাস্তা মেরামতের দাবি করেন। জানা গেছে, গত ১৯ নভেম্বর ইয়াসিন আদনান নামে বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক শিক্ষার্থী শিববাড়ি মোড় থেকে প্রাইভেট পড়ে স্কুলে যাওয়া সময়জিএমপির রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সাইন্স হাপাতালে প্রেরণের পরামর্শ দেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ওই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সে মারা যায়।
চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) এ...
কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ড...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ...
পবিপ্রবি প্রতিনিধি: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলাদেশে জলবায়ু বান্ধব এবং...
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ...
মন্তব্য (০)