• লিড নিউজ
  • আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৮৮ ফিলিস্তিনি নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৬৬ জন বেইত লাহিয়া এলাকার কমাল আদওয়ান হাসপাতালের কাছাকাছি এবং ২২ জন গাজা সিটিতে নিহত হন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, গাজার উত্তরের বেইত লাহিয়ায় একটি আবাসিক এলাকায় বোমাবর্ষণ করে ইসরায়েল। এতে ৬৬ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

এছাড়া, গাজা সিটির শেইখ রাদওয়ান এলাকায় এক ইসরায়েলি বিমান হামলায় ২২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, তাদের উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে আহতদের উদ্ধারে কাজ করছে।

কমাল আদওয়ান হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হাসপাতালটিতে ১৭ জন অপুষ্ট শিশু ভর্তি হয়েছে। তবে তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সরঞ্জামের অভাব দেখা দিয়েছে। ইসরায়েলি বাহিনী হাসপাতালটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং কোনো মানুষ বা ওষুধের প্রবেশে বাধা দিচ্ছে।

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি আনতে একটি প্রস্তাবের বিরুদ্ধে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা পরিষদের অন্য ১৪ সদস্য রাষ্ট্রের সমঝোতার প্রস্তাবকে অস্বীকার করে এ সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৪৩ হাজার ৯৮৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৪ হাজারের বেশি মানুষ।

একই সময়ে লেবাননে লেবাননে ইসরায়েলি হামলায় মারা গেছেন ৩ হাজার ৫৫৮ জন, আহত হয়েছেন ১৫ হাজার ১২৩ জন।

মন্তব্য (০)





image

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসী আস্তানা লক্ষ্...

image

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পুনর্গঠনে কর্মপরিকল্পনা হাতে নিয়েছে...

আন্তর্জাতিক ডেস্কঃ যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিমানবন্দর, সেতু, সড়ক ও রেলপথ...

image

রাশিয়ার পক্ষে যুদ্ধে নেমে উত্তর কোরিয়ার তিন হাজার সেনা ...

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে রাশিয়ার পক্ষে ...

image

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৫৮

আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ...

image

ইরানে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে...

  • company_logo